নয়া দিল্লি: লখিমপুর কাণ্ড নিয়ে সরব কংগ্রেস (Congress)। অনুমতি না থাকা সত্ত্বেও লখিমপুরে ঢুকতে গিয়ে গ্রেফতার হন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। একদিন পরই লখিমপুরের উদ্দেশ্যে রওনা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)-ও। কংগ্রেস নেতার এই সফরকেই এ বার আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি বললেন, “এটা রাহুল গান্ধীর রাজনৈতিক পর্যটন ছাড়া আর কিছুই নয়।”
রবিবার উত্তর প্রদেশের লখিমপুরে যে কৃষকমৃত্যুর ঘটনা ঘটে, তারপরই সেখানে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার জেদ ধরে কংগ্রেস নেতা-মন্ত্রীরা। অবশেষে বুধবার তাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী মৃত কৃষক লভপ্রীত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করেন। তবে রাহুলের এই সফরকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় নগরান্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং।
তিনি রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, “রাহুল গান্ধীর লখিমপুরে যাওয়া রাজনৈতিক পর্যটন ছাড়া আর কিছুই নয়। এর সঙ্গে কোনও সহানুভূতি জড়িয়ে নেই। যখনই কংগ্রেস বা অন্য কোনও বিরোধী দল সুযোগ পায়, তারা রাজনৈতিক সফরে বেরিয়ে পড়ে। আমি রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই উনি মৃত সাংবাদিকের পরিবারের সঙ্গে কেন দেখা করলেন না? কাশ্মীরে যে এত সংখ্যক মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়ে মারা যাচ্ছেন, তাদের পরিবারের সঙ্গে কেন দেখা করতে যাচ্ছেন না আপনি?”
গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য়ের লখিমপুরে সফর ঘিরে প্রতিবাদ এবং তারপরে গাড়ি চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। লখিমপুরে শান্তি বজায় রাখতে রবিবার থেকেই ১৪৪ ধারা করা হয়েছিল। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। কিন্তু কংগ্রেসের তীব্র প্রতিবাদের জেরেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় যোগী সরকার। গত বুধবারই পঞ্জাব ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের নিয়ে কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল অবশেষে লখিমপুরে হাজির হয়।
রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী প্রথমেই রবিবারের ঘটনায় মৃত লভপ্রীত সিং (১৯)-র বাড়ি যান। সেখানে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন এবং সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: Physical Assault: লাভ হয়নি অভিযুক্তের নাম জানিয়েও, পুলিশের প্রত্যাখানের পরই বিষ খেলেন ধর্ষিতা