জয়পুর: দেশের যে জায়গাগুলি সব সময় কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে বিমানবন্দর (Airport) তার অন্যতম। কারণ একে দেশ বিদেশের বিভিন্ন যাত্রী বিমানবন্দরে অবতরণ করে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিও বিমানবন্দরের মাধ্যমে নিয়মিত যাতায়াত করে। এছাড়াও অসাধু ব্যক্তিরা বিমানবন্দরকে ব্যবহার করে নিষিদ্ধ বিভিন্ন পণ্য পাচারের (Smuggling in Airport) চেষ্টা করে। তাই বিমানবন্দেরর নিরাপত্তার সবসময় বাড়তি সতর্কতা থাকে। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, জঙ্গি সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নিশানায় সর্বদাই থাকে শহরের নানা বিমানবন্দর। সেই কারণে সেখানে নিরাপত্তা প্রয়োজনীয়। তাই বিমানবন্দরের প্রত্যেক যাত্রীর ব্যাগ ও দেহ পরীক্ষা অবশ্যম্ভাবী। মাঝে মধ্যেই বিমানবন্দর দিয়ে বিভিন্ন নিষিদ্ধ বা বেআইনি সামগ্রী পাচার করতে গিয়ে ধরা পড়েন অনেকে।
এবার জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটল একটি অবাক করা ঘটনা। সেখানকার আবগারি দফতরের আধিকারিকরা এক ব্যক্তির থেকে প্রায় ৩৭০ গ্রাম বেআইনি সোনা উদ্ধার করেছেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনার মোট বাজারমূল্য ১৭ লক্ষ টাকা। বৃহস্পতিবার ওই ব্যক্তি দুবাই থেকে জয়পুরে অবতরণ করেছিলেন। আবগারি দফতর জানিয়েছে, ওই ব্যক্তিকে দেখেই আবগারি অফিসারদের সন্দেহ হয়েছিল, তাই তাঁকে অনুসরণ করা হয়। সন্দেহ আরও বাড়ে যখন তাঁকে নিজের ব্যাগপত্র ও জুতো অন্য আরেকজনের হাতে তুলে দিতে দেখা গিয়েছিল।
আবগারি দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, “ওই যাত্রীর গতিবধি দেখার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছে জানেত চাওয়া হয় কেন সেই নিজের জুতো ও ব্যাগ অন্য আরেকজনের কাছে তুলে দিল। প্রশ্নের মুখে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। তখনই ওই ব্যক্তি ও তাঁর সহযোগীর তল্লাশি করা সিদ্ধান্ত নেয় অফিসাররা। ওই যাত্রীর তল্লাশি চালানোর সময় দুটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে হলদে কোনও একটি পদার্থের গুঁড়ো খুঁজে পান আধিকারিকরা। সেটি সোনার গুঁড়ো ছিল।” পরে ওই ব্যক্তি স্বীকার করেন যে ব্যক্তি তাঁকে নিতে এসেছিলেন, তাঁর হাতে তিনি সোনা তুলে দিয়েছিলেন। ওই সোনার গুঁড়ো পরীক্ষা করে দেখা গিয়েছে তা প্রায় ৯৯.৫০ শতাংশ খাঁটি। ওই দুটি প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দফতর জানিয়েছে, তদন্ত চলছে এবং দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।