AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FasTag: পয়লা মে থেকে আর কাজ করবে না ফাসট্যাগ? অবশেষে মুখ খুলল কেন্দ্র

FasTag: তবে শুক্রবার এই প্রসঙ্গে সড়ক মন্ত্রক তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পয়লা মে থেকে এমন কোনও নীতি চালু করছে না তারা। জাতীয় সড়কে থাকা সমস্ত টোল প্লাজাগুলি তাদের পুরনো পদ্ধতিতেই চলবে।

FasTag: পয়লা মে থেকে আর কাজ করবে না ফাসট্যাগ? অবশেষে মুখ খুলল কেন্দ্র
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 20, 2025 | 8:01 PM
Share

নয়াদিল্লি: পয়লা মে থেকেই কি তবে বদলে যাচ্ছে টোল দেওয়ার ধরন। সাধারণ ভাবে টোল স্টেশনে দ্রুত ও নানা উপায়ে ছাড় পাওয়ার জন্য ফাসট্য়াগ (FasTag)-এর ব্যবহার করে থাকেন চালকরা। কিন্তু এবার সেই ফাসট্যাগের পাট চুকোতে চলেছে কেন্দ্র? দিন কতক ধরে তা নিয়ে চড়েছে জল্পনা। কানাঘুষো শোনা যাচ্ছিল, কৃত্রিম উপগ্রহ ভিত্তিক টোলিং পদ্ধতির মাধ্য়মে ফাসট্যাগ প্রথা তুলে দেবে কেন্দ্র।

তবে শুক্রবার এই প্রসঙ্গে সড়ক মন্ত্রক তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পয়লা মে থেকে এমন কোনও নীতি চালু করছে না তারা। জাতীয় সড়কে থাকা সমস্ত টোল প্লাজাগুলি তাদের পুরনো পদ্ধতিতেই চলবে। কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ব্যবস্থাপনা এখনই শুরু না হলেও, অন্য একটি নতুন টোল পদ্ধতি শীঘ্রই দেশের নির্দিষ্ট কিছু প্লাজাতে শুরু করবে বলেও জানানো হয়েছে মন্ত্রকের তরফে। তারা জানিয়েছে, ‘এখনই জিপিএস পদ্ধতি বা স্যাটেলাইট পদ্ধতি চালু না হলেও, তার পরিবর্তে ANPR-FASTag পদ্ধতি শুরু করা হবে। দেশের নির্দিষ্ট কিছু টোল প্লাজাতেই এই অত্য়াধুনিক ফাসট্যাগ পদ্ধতির ব্যবহার করা হবে।’

কী এই ANPR-FASTag?

সড়ক ও পরিবহন মন্ত্রক তরফে জানানো হয়েছে, এই পদ্ধতিতে টোল দেওয়ার কাজ আরও সহজ হয়ে যাবে। টোল প্লাজায় ঢুকে একটা মিনিটও অপেক্ষা করতে হবে না চালককে। কিন্তু কী এমন বিশেষ ব্যাপার রয়েছে এই সিস্টেমে? জানা গিয়েছে, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। ওই একই সময় গাড়ির ফাসট্যাগ রিডিং করে নেবে নির্দিষ্ট সেন্সরগুলি। যার জেরে এক মুহূর্তও সময় ব্য়য় হবে না চালকদের।