AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Black Money: জানালা দিয়ে ওড়ানো হল কোটি টাকা! কেন এমন ঘটল, জানলে পিলে চমকাবে

Money Recovery: এগুলো সবকটাই ওই সরকারি ইঞ্জিনিয়ারের। অঙ্গুলের বাড়ি থেকে ১.১ কোটি টাকা এবং ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ১ কোটি টাকা নগদ উদ্ধার হয়। বাড়িতে তদন্তকারীরা পৌঁছতেই তিনি আগেভাগেই জানালা দিয়ে টাকা উড়িয়ে দেন।

Black Money: জানালা দিয়ে ওড়ানো হল কোটি টাকা! কেন এমন ঘটল, জানলে পিলে চমকাবে
চিফ ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা।Image Credit: X
| Updated on: May 30, 2025 | 12:39 PM
Share

ভুবনেশ্বর: টাকার বৃষ্টি। আকাশে উড়ছে ৫০০, ২০০, ১০০ টাকার নোট, নীচে টাকা কুড়োতে ব্যাপক হুড়োহুড়ি। এদিকে মাথায় হাত তদন্তকারী আধিকারিকদের। এবার কী করবেন তারা?

এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে চলছিল তল্লাশি। বাড়ি থেকে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়। টাকা বাজেয়াপ্ত করার আগেই ওই ইঞ্জিনিয়ার তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিতে থাকেন সেই টাকা! ব্যস, হাওয়ায় উড়তে থাকে ৫০০ টাকার নোট। আর তা দেখে তো থ তদন্তকারীরাও।

ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। বৈকুণ্ঠনাথ সারাঙ্গি নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় ওড়িশা ভিজিল্যান্স ডিপার্টমেন্ট। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি থেকে ২ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। এখনও টাকা গোনা চলছে। এই সব টাকাই আয় বহির্ভূত বলে জানা গিয়েছে।

একইসঙ্গে ওড়িশার ভুবনেশ্বর, অঙ্গুল ও পিপলি সহ সাত জায়গায় তল্লাশি চলছিল। এগুলো সবকটাই ওই সরকারি ইঞ্জিনিয়ারের। অঙ্গুলের বাড়ি থেকে ১.১ কোটি টাকা এবং ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ১ কোটি টাকা নগদ উদ্ধার হয়।    ভুবনেশ্বরের বাড়িতে তদন্তকারীরা পৌঁছতেই তিনি আগেভাগেই জানালা দিয়ে টাকা উড়িয়ে দেন।

পরে তদন্তকারীরাই ওই টাকা উদ্ধার করেন। তদন্তকারীদের দেওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, থরে থরে সাজানো রয়েছে টাকা। ৫০০, ২০০, ১০০ ও ৫০ টাকার নোটের বান্ডিল রয়েছে। ২৬ জন পুলিশ অফিসার মিলে এখনও টাকা গুনছেন বলেই জানা গিয়েছে। এদিকে জেরা করা হচ্ছে ওই ইঞ্জিনিয়ারকে।