নয়া দিল্লি: গতকাল আচমকাই রাজ্যপাল জগদীপ ধনখড়ের দিল্লি সফররের খবর প্রকাশ্যে আসে। মঙ্গলবার বিকেলের বিমানেই দিল্লি সফরে যান ধনখড়। আজ বুধবার সকালেই সংসদ ভবনে যান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কক্ষে তাঁর সঙ্গে বৈঠকে বসেন জগদীপ ধনখড়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন তিনি। তবে কী নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হবে, তা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই দিল্লি উড়ে যান ধনখড়। রাজ্যপালের এই সফর ঘিরে তাই তীব্র হচ্ছে রাজনৈতিক মহলের জল্পনা।
এর আগে গত জুন মাসেও দিল্লি সফরে গিয়েছিলেন জগদীপ ধনখড়। সেই সময় পরপর দু’বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। এর আগে রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনা করেছিলেন রাজ্যপাল। তবে এ বার ঠিক কোন ইস্যুতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ধনখড়, তা জানা যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, যেহেতু শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সেরে দিল্লি গিয়েছেন ধনখড়, তাই শুভেন্দুর আর্জি নিয়েই তাঁর এই দিল্লির সফর। দু’দিনের দিল্লি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাত্ হতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মায়াপুর নবদ্বীপ মঠ, ভারত সেবাশ্রম সঙ্ঘ, মেচেদার জগন্নাথ মঠ সহ বিভিন্ন মঠের সন্ন্যাসীরা। জানা গিয়েছে, রাজ্যপালের সঙ্গে দেখা করে ‘খেলা হবে দিবস’ পালনের বিরোধিতা করার কথা বলেন তাঁরা।
এর আগে গত ১৭ জুলাই আচমকাই দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল। যাওয়ার আগে গীতার শ্লোক লেখেন নিজের টুইটে, ‘কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন’। সেই সফর নিয়েও খুব একটা তথ্য কিছু সামনে আসেনি। তার এক মাসও ঘুরতে না ঘুরতেই ফের দিল্লিতে রাজ্যপাল। আরও পড়ুন: খাদ্যভবনের সামনে ফুড ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ