খাদ্যভবনের সামনে ফুড ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
Kolkata: হাইকোর্ট নির্দেশ দেয়, ৯ এপ্রিলের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
কলকাতা: খাদ্যভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ওই প্রার্থীরা।
ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্যানেল প্রকাশ হয়। তাতে ৯৫৭ জনের নাম ছিল। ১০০ জন চাকরি পেলেও নিয়োগে স্বচ্ছতা নেই অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
হাইকোর্ট নির্দেশ দেয়, ৯ এপ্রিলের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরেও নিয়োগ হয়নি, অভিযোগ প্রার্থীদের। অভিযোগকারীদের বক্তব্য, গত ১৩ই জুলাই তারা খাদ্য ভবনে এসেছিলেন এবং সেখানে আধিকারিক দের সঙ্গে ও তাদের প্রাথমিক আলোচনা হয়।
সেখানে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় এক সপ্তাহের মধ্যেই বাদবাকি ৮৫৭জনকে নিযুক্ত করা হবে। কিন্তু তারপরও বেশ খানিকটা সময় কেটে গেল তাদের নিযুক্ত করা হয়নি। এরফলে আজ জেলার বিভিন্ন জায়গা থেকে মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীরা এসে খাদ্য ভবনের সামনে অবস্থানরত বিক্ষোভে বসেছেন। আরও পড়ুন: আয়ুর্বেদ ব্যবসার আড়ালে চিটফান্ড চক্র! কোটি টাকার প্রতারণায় সিবিআই-এর জালে নৈহাটির দম্পতি