আয়ুর্বেদ ব্যবসার আড়ালে চিটফান্ড চক্র! কোটি টাকার প্রতারণায় সিবিআই-এর জালে নৈহাটির দম্পতি
North 24 Parganas: প্রতিবেশীরা জানাচ্ছেন, এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত ছিলেন সম্রাট। সকলের সঙ্গে মেলামেশাও করতেন।
উত্তর ২৪ পরগনা: আয়ুর্বেদ ব্যাবসার পিছনে চিটফান্ডের জাল! কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ নৈহাটির এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বাড়িতে হানা দিল সিবিআই (CBI)।
নৈহাটির বাসিন্দা সম্রাট ভট্টাচার্য। তদন্তকারীরা জানাচ্ছেন, তিনি মন্ত্র সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি চালাতেন। কোম্পানি আসলে চিটফান্ড। কিন্তু নৈহাটিতে ওই দম্পুতি আয়ুর্বেদও ব্যবসা করতেন। স্থানীয়দের কাছে সেটাই বেশি পরিচিত ছিল।
প্রতিবেশীরা জানাচ্ছেন, এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত ছিলেন সম্রাট। সকলের সঙ্গে মেলামেশাও করতেন। কিন্তু শেষ কয়েক বছরে অবিশ্বাস্যভাবে তাঁর আর্থিক পতিপত্তি বৃদ্ধি পায়। তারপর ধীরে ধীরে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশাও কমিয়ে দেন। পাড়াতেও খুব বেশি মিশতেন না সম্রাটের স্ত্রী।
গত তিন বছরে ভট্টাচার্য দম্পতির জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছিল বলে দাবি প্রতিবেশীদের। বুধবার সকালে যখন নৈহাটির বাড়িতে সিবিআই হানা দেয়, তখনই গোটা বিষয়টি স্পষ্ট হয় তাঁদের কাছে। আয়ুর্বেদ ব্যাবসার পিছনে চিটফান্ডের ব্যবসা চালাতেন তাঁরা।
পুঁজি দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলতেন তাঁরা। বালিগঞ্জেও একটি অফিস খুলেছিলেন সম্রাট। বুধবার সকালে নৈহাটি কাঠালপাড়ায় সম্রাট ভট্টাচাৰ্যের বাড়িতে ও অফিসে তল্লাশি চালান তদন্তাকারীরা।
২০২০ সালে সম্রাটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আয়ুর্বেদ ব্যবসার পাশাপাশি এই চিটফান্ডের ব্যবসা চালাতো ভট্টাচার্য দম্পতি। বালিগঞ্জ ও নৈহাটিতে তল্লাশি চলে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সম্রাটের স্ত্রী প্রিয়াঙ্কাকে আমার ছোটোবেলার বন্ধু। ওঁর স্বামী এখানেই থেকে যায়।” অভিযুক্ত সম্রাট অবশ্য ক্যামেরার সামনে কোনও প্রশ্নেরই উত্তর দেননি। সব প্রশ্ন এড়িয়ে যান তিনি। তদন্তের স্বার্থে কিছু বলেননি তদন্তকারীরাও। আরও পড়ুন: রোজ মত্ত হয়ে বাড়ি ফিরে নাতনির ওপর অত্যাচার করত আমার ছেলে! ঠাকুরদার বয়ানে শিহরিত পুলিশও