রোজ মত্ত হয়ে বাড়ি ফিরে নাতনির ওপর অত্যাচার করত আমার ছেলে! ঠাকুরদার বয়ানে শিহরিত পুলিশও
Raiganj: পরিবার সূত্রে জানা গিয়েছে, রাখি রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
উত্তর দিনাজপুর: মত্ত অবস্থায় বাড়ি ফিরে প্রতিদিন অত্যাচার চালাত বাবা! সহ্য করতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মেয়ে! ঠাকুমার চাঞ্চল্যকর দাবিতে শোরগোল উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের পশ্চিম মহাদেবপুর গ্রামে। মৃতের নাম রাখি শর্মা (১৩)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাখি রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা অচিন্ত্য শর্মা প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরতেন। এরপর নেশার জন্য টাকা দাবি করে নিজের বাবা-মা, স্ত্রী ও মেয়ের ওপর অত্যাচার চালাতে থাকেন। এটা নিত্য দিনের ঘটনা।
মৃতার দাদু ধীরেন শর্মার অভিযোগ, তাঁর ছেলে প্রায় দিনই মত্ত অবস্থায় ফিরে মেয়েকে বেধড়ক মারধর করত। তার কাছ থেকেও টাকা দাবি করত। পরিবারের দাবি, রাখি রীতিমতো আতঙ্কে ভুগতে শুরু করেছিল। সোমবারও একই অবস্থায় বাড়িতে ফিরে মেয়ে লাঠি, জুতো দিয়ে বেধড়ক মারে।
মঙ্গলবার বিকালেও একই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এরপর থেকেই রাখিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিলেন, মনের দুঃখে হয়তো কোনও বন্ধুর বাড়িতে গিয়েছে। পরে রাতে শোওয়ার ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
কোনওরকমে তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন রাখির ঠাকুরদাই। নাতনির মৃত্যুর জন্য তাঁর ছেলেকেই দায়ী করেছেন তিনি। ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আরও পড়ুন: অস্বিত্বই নেই, অথচ এমন পড়ুয়ার নামে সংখ্যালঘু বৃত্তি! কেন্দ্রীয় প্রকল্পের ২৫ লক্ষ টাকা নয়ছয় শিলিগুড়িতে