‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়…’, বিয়ের মণ্ডপেই উদ্দাম হয়ে বর করছিল এই কাজ, এক মুহূর্তও দেরি না করে চরম সিদ্ধান্ত নিলেন কনের বাবা
Wedding: বিয়ের আসরে বন্ধুদের সঙ্গে পাত্রের কাণ্ড দেখেই ক্ষুব্ধ পাত্রীর বাবা। এক মুহূর্তও দেরি না করে বিয়ে ভেঙে দিলেন। কী এমন করেছিল ওই পাত্র যে বিয়েই ভেঙে গেল?

নয়া দিল্লি: বিয়ের আনন্দ এক মুহূর্তে পরিণত হল দুঃখে। বিয়ের আসরে বন্ধুদের সঙ্গে পাত্রের কাণ্ড দেখেই ক্ষুব্ধ পাত্রীর বাবা। এক মুহূর্তও দেরি না করে বিয়ে ভেঙে দিলেন। কী এমন করেছিল ওই পাত্র যে বিয়েই ভেঙে গেল?
বরযাত্রী ঢুকতেই বাজছিল নানা গান। বলিউডের সেই গানেই বরের বন্ধুরা নাচছিলেন। বলিউডের এক চটুল গান, ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ বেজে উঠতেই বরের বন্ধুরা জোর করে নাচের জন্য। পাত্রও নিজেকে আর ধরে রাখতে পারেননি। ওই গানেই উদ্দাম নাচতে শুরু করেন।
কয়েকজন অতিথি ওই নাচে উৎসাহ দিলেও, পাত্রীর বাবা বিষয়টি ভালভাবে নেননি মোটেও। তাঁর ওই অশালীন নাচ দেখেই রেগে যান তিনি। পারিবারিক মূল্যবোধকে অপমান করেছে পাত্র, এই কথা বলেই বিয়ে ভেঙে দেন এবং মণ্ডপ থেকে চলে যান। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে।
এদিকে গোটা ঘটনায় স্তম্ভিত পাত্রী। হাউহাউ করে কাঁদতে থাকে সে। পাত্র ছুটে গিয়ে পাত্রীর বাবাকে বোঝানোর চেষ্টা করেন, বলেন যে পুরোটাই মজা করা হচ্ছিল। কিন্তু পাত্রীর বাবা মানতে নারাজ। পাত্র পক্ষ যেন আর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে, তাও সাফ জানিয়ে দেন।

