Ayurvedic Syrup: আয়ুর্বেদিক সিরাপ খেয়ে মৃত্যু হল অন্তত ৫ জনের, গুরুতর অসুস্থ ২

এ বিষয়ে খেড়ার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, “মৃতদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে মিথাইল অ্যালকোহলের উপস্থিতি মিলেছে। সিরাপ বিক্রির আগে সেই মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল। গত ২ দিনে ওই সিরাপ খাওয়ার পর ৫ জনের মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।”

Ayurvedic Syrup: আয়ুর্বেদিক সিরাপ খেয়ে মৃত্যু হল অন্তত ৫ জনের, গুরুতর অসুস্থ ২
প্রতীকী ছবিImage Credit source: BBC
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 5:59 AM

আহমেদাবাদ: আয়ুর্বেদিক সিরাপ খেয়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে গুজরাটের খেড়া জেলার নাদিয়াদ শহরের কাছে বিলোদারা গ্রামে। ওই আয়র্বেদিক সিরাপের মধ্যে মিথাইল অ্যালকোহল মিশে ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বিষাক্ত অ্যালকোহল মিশ্রিত সিরাপ খেয়েই এই বিপর্যয় ঘটেছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্রামের একটি দোকানে বিক্রি হচ্ছিল ওই আয়ুর্বেদিক সিরাপ। প্রায় ৫০ জন ওই সিরাপ কিনেছিলেন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। তা খেয়েই ঘটেছে বিপত্তি।

এ বিষয়ে খেড়ার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, “মৃতদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে মিথাইল অ্যালকোহলের উপস্থিতি মিলেছে। সিরাপ বিক্রির আগে সেই মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল। গত ২ দিনে ওই সিরাপ খাওয়ার পর ৫ জনের মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।” এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দোকানদারকেও আটক করেছে বলে জানা গিয়েছে।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি মাসের মধ্যে কফ সিরাপ খেয়ে ১২ জন শিশুর মৃত্যু হয়েছিল। ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি ভেজাল মেশানো কফ সিরাপই ওই শিশুদের প্রাণ কেড়েছিল বলে উল্লেখিত হয়েছিল, সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।