Gujarat Election: গুজরাটে বিজেপির ‘মাইক্রো ম্যানেজমেন্ট’, আরও ১২ প্রার্থী ঘোষণা করল আপ
Gujarat elections 2022: গুজরাট নির্বাচনে বিধানসভা আসনগুলি 'মাইক্রো-ম্যানেজমেন্টের' জন্য বিভিন্ন রাজ্য থেকে বিজেপি তাদের জাতীয় পদাধিকারী এবং অভিজ্ঞ ভোট ম্যানেজারদের গুজরাটে আনতে চলেছে। রবিবার (১৬ অক্টোবর) আম আদমি পার্টি তাদের পঞ্চম প্রার্থীতালিকা প্রকাশ করল।
আহমেদাবাদ: রবিবার (১৬ অক্টোবর) আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচন ২০২২-এর জন্য আরও ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি। এই নিয়ে প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করল আপ। সব মিলিয়ে ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভার নির্বাচনের জন্য এখনও পর্যন্ত ৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল অরবিন্দ কেজরীবালের দল। অন্যদিকে, গুজরাট বিধানসভা আসনগুলির ‘মাইক্রো-ম্যানেজমেন্টের’ জন্য বিজেপি, বিভিন্ন রাজ্য থেকে তাদের বিভিন্ন জাতীয় পদাধিকারী এবং অভিজ্ঞ ভোট ম্যানেজারদের আনতে চলেছে। চলতি বছরের শেষেই গুজরাটে নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। তবে, নির্বাচন কমিশন এখনও নির্বাচনের সূচি ঘোষণা করেনি।
রবিবার বিজেপির এক সূত্র জানিয়েছে, প্রতিবেশী রাজ্য রাজস্থান এবং মধ্যপ্রদেশের নেতাদের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরপ্রদেশের নেতাদেরও গুজরাটে নির্বাচনী প্রচার পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই নেতারা প্রত্যেকেই অভিজ্ঞ নির্বাচনী ব্যবস্থাপক। যাদের যে যে আসন বরাদ্দ করা হবে, তারা সেই সেই আসনের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের মতামত ভাগ করে নেবেন। পাশাপাশি স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করার কাজ করবেন।
বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে ভদোদরা ও ছোট উদয়পুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে, আনন্দ এবং জামনগর জেলার দায়িত্ব পেয়েছেন অপর দুই জাতীয় সাধারণ সম্পাদক, সিটি রবি এবং তরুণ চুগ। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রকে বনসকাঁথা জেলা এবং উত্তরপ্রদেশের মন্ত্রী স্বতন্ত্র দেব সিংকে কচ্ছ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের দুই মন্ত্রী অরবিন্দ সিং ভাদোরিয়া এবং ইন্দর সিং পারমারকে যথাক্রমে ভারুচ এবং খেড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিহারের বিজেপি নেতা নীতিন নবীন পেয়েছেন সুরাটের দায়িত্ব।
গত ২৭ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। এর মধ্যে ১২ বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে কেশুভাই প্যাটেল প্রায় এক বছর মুখ্যমন্ত্রী ছিলেন। নরেন্দ্র মো, প্রধানমন্ত্রী হওয়ার পর, আনন্দীবেন প্যাটেল, বিজয় রূপানি এবং বর্তমানে ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন। তবে, এতদিন ধরে ক্ষমতায় থাকলেও, মাধবসিং সোলাঙ্কির নেতৃত্বে গুজরাটে কংগ্রেসের ১৪৯ বিধানসভা আসন জয়ের কংগ্রেসের রেকর্ড ভাঙতে পারেনি বিজেপি। এবার সেই রেকর্ড ভাঙাই বিজেপির লক্ষ্য। এতদিন পর্যন্ত লড়াইটা সীমাবদ্ধ ছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। তবে, এই বছর আম আদমি পার্টিও পূর্ণ শক্তি দিয়ে লড়াই করছে।