সুরেন্দ্রনগর: ডাকাতি , লুটপাট সহ ৫০ টিরও বেশি মামলায় অভিযুক্ত গুজরাটের ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতি ও তাঁর ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর শনিবার, হানিফ খান এলিয়াস মুন্না (Hanif Khan Alias Munna) ও তাঁর ছেলে মাদিন খান (Madin Khan) পাতদি মহকুমার গেদিয়া গ্রামে (Gedia Village) পুলিশের সঙ্গে সংঘর্ষে করা গিয়েছেন। জানা গিয়েছে, তাঁরাই প্রথমে পুলিশের ওপর আক্রমণ চালায়।
রাজকোট (Rajkot) রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সন্দীপ সিং (Sandeep Singh) বলেন ” সম্প্রতি মুন্নার বিরুদ্ধে গুজরাট কন্ট্রোল অব টেরোরিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম (Gujrat Control of Terrorism and Organized crime) ধারায় মামলা রুজু হয়েছিল। কারণ তিনি বিভিন্ন মালবাহী লরি থেকে ডাকাতি ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত ছিলেন। মুন্না টাদপত্রি গ্যাংয়ের সদস্য। এখনও অবধি তাঁর বিরুদ্ধে ৮৬ টি এফআইআর নথিভুক্ত হয়েছে তারমধ্যে ৫৬ টি মামলায় তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন।”
ডিআইজি সিং বলেন ” শনিবার সন্ধ্যায়, স্থানীয় থানার সব ইন্সপেক্টর সহ ৬ জন পুলিশ কর্মী গেদিয়া গ্রামে যান। তাঁরা খবর পেয়েছিলেন যে মুন্না ওখানেই লুকিয়ে আছে। পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে মুন্না ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এই ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টরের পিঠে গুরুতর আঘাত লাগে। এরপর আত্মরক্ষার তাগিদেই বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। সেই গুলিতে মুন্না ও তাঁর ছেলে প্রণ হারিয়েছেন।”
আরও পড়ুন Jagadhatri Puja 2021: দূর্গার আরেক রূপ জগদ্ধাত্রী, এ বছরের পুজোর তারিখ ও সময় জেনে নিন