Salman Khan: ভয়ঙ্কর, সাতসকালেই সলমন খানের বাড়ির সামনে চলল পরপর গুলি
Salman Khan: মুম্বইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে থাকেন সলমন খান। এ দিন ভোর ৫টা নাগাদ হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালায় সলমনের বাড়ির সামনে। শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি, এমনটাই খবর।
মুম্বই: সাতসকালেই ভয়ঙ্কর খবর। বলিউডের সুপারস্টার সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে চলল গুলি (Firing)। রবিবার সকালে সলমনের বাড়ির ঠিক সামনেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
মুম্বইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে থাকেন সলমন খান। এ দিন ভোর ৫টা নাগাদ হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালায় সলমনের বাড়ির সামনে। শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি, এমনটাই খবর। গুলি চালানোর পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।
গুলির শব্দে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। গোটা এলাকা এখন থমথম করছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, বলিউডের সুপারস্টার সলমন খান গত বছর থেকেই একাধিক উড়ো হুমকি পাচ্ছেন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং একাধিবার সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ১৯৯৮ সালের চিঙ্কারা হরিণ হত্যাকাণ্ডের জেরেই এই হুমকি। সালমান যে হরিণ মেরেছিলেন, তা বিষ্ণোই সম্প্রদায়ে পূজিত। সেই কারণেই সালমানকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই। এই হুমকির পর থেকে সলমনের নিরাপত্তা বাড়িয়ে ‘Y +’ করা হয়।
আজকের এই গুলি চালানোর ঘটনার পিছনেও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।