Pension for Unmarried: অবিবাহিতদের জন্য সুখবর, বিয়ে না করলে দেওয়া হবে ভাতা, ভাবনা হরিয়ানা সরকারের

Haryana Government: মুখ্য়মন্ত্রী জানান, রাজ্যের অবিবাহিত মহিলা ও পুরুষদের জন্য পেনশন প্রকল্প আনার চিন্তাভাবনা করা হচ্ছে। ৪৫ বছর থেকে ৬০ বছর বয়সী যারা অবিবাহিত রয়েছেন, তাদের রাজ্য সরকারের তরফে এই ভাতা দেওয়া হবে।

Pension for Unmarried: অবিবাহিতদের জন্য সুখবর, বিয়ে না করলে দেওয়া হবে ভাতা, ভাবনা হরিয়ানা সরকারের
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 9:03 AM

চণ্ডীগঢ়: বয়স পেরিয়ে গিয়েছে, বিয়ে করা হয়নি? ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন? চিন্তার কোনও কারণ নেই। অবিবাহিতদের জন্য রয়েছে বড় সুখবর। বিয়ে না করার জন্যও এবার মিলবে ভাতা । সরকারের তরফে এই টাকা দেওয়া হবে। এমনটাই পরিকল্পনা করেছে হরিয়ানা সরকার (Haryana Government)। সম্প্রতিই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar) জানান, তাঁর সরকার অবিবাহিতদের জন্য একটি পেনশন প্রকল্প (Pension Scheme) আনার পরিকল্পনা করা হচ্ছে।

রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কমলপুরা গ্রামে “জন সংবাদ” নামক একটি জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখানেই ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পেনশন সংক্রান্ত অভিযোগ জানাতেই মুখ্য়মন্ত্রী জানান, রাজ্যের অবিবাহিত মহিলা ও পুরুষদের জন্য পেনশন প্রকল্প আনার চিন্তাভাবনা করা হচ্ছে। ৪৫ বছর থেকে ৬০ বছর বয়সী যারা অবিবাহিত রয়েছেন, তাদের রাজ্য সরকারের তরফে এই ভাতা দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান মুখ্যমন্ত্রী।

ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানান, বয়স্কদের জন্য পেনশন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এবার থেকে ২৭৫০ টাকার বদলে প্রবীণ নাগরিকরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালু করা হলে, তার ভাতার অঙ্কও বয়স্কদের জন্য ভাতার সমান হতে পারে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে, এই পেনশন প্রকল্প চালু হলে রাজ্যের প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হবেন। বর্তমানে রাজ্য সরকার প্রবীণ নাগরিক, বিধবা, বিশেষভাবে সক্ষম, রুপান্তরিতদের জন্য বিশেষ ভাতা চালু করেছে।