পর্ন দেখিয়ে গায়ে হাত দিতেন! প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের

কোনও এক জন ছাত্রী নন। একাধিক ছাত্রী ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব হয়েছেন। তাদের অভিযোগ, বিভিন্ন সময় তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে প্রধান শিক্ষকের জন্য। কেউ কেউ জানিয়েছে, প্রধান শিক্ষক তাদের গায়ে অশালীন ভাবে হাত দিতেন। কেউ কেউ গোপনাঙ্গ স্পর্শের অভিযোগও করেছে।

পর্ন দেখিয়ে গায়ে হাত দিতেন! প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 6:05 AM

চামোলি: স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোহ আনল নাবালিকা ছাত্রীরা। ওই স্কুলের একাধিক ছাত্রী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় ঘটেছে এই ঘটনা। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় জেলা প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

কোনও এক জন ছাত্রী নন। একাধিক ছাত্রী ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব হয়েছেন। তাদের অভিযোগ, বিভিন্ন সময় তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে প্রধান শিক্ষকের জন্য। কেউ কেউ জানিয়েছে, প্রধান শিক্ষক তাদের গায়ে অশালীন ভাবে হাত দিতেন। কেউ কেউ গোপনাঙ্গ স্পর্শের অভিযোগও করেছে। এক ছাত্রী বলেছে, “আমার সঙ্গে অসভ্যতা করতেন প্রধান শিক্ষক। আমি অনেক বার বারণ করেছিলাম। কিন্তু তিনি শুনতেন না। এক বার আমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমার সহপাঠীরা দরজা খুলেছিলেন।” বেশ কয়েক জন ছাত্রী জানিয়েছেন, তাঁদের ঢেকে পর্ন দেখিয়েছেন অভিযুক্ত শিক্ষক। এক ছাত্রী আবার জোর করে তাকে চুম্বন করার অভিযোগ করেছেন।

এই সব অভিযোগ সামনে আসতেই ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ওই এলাকায়। এর পর ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা। তিনি শিক্ষা দফতর এবং পুলিশকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরই অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে সে রাজ্যের শিক্ষা দফতর।