Supreme Court Hearing: সন্দেশখালি ইস্যু শীর্ষ আদালতে, সোমেই শুরু শুনানি

শেখ শাহজাহান অনুগামীদের হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের মার খাওয়ার সময় থেকেই সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। তার পর থেকে একের পর এক ঘটনা ঘটেছে। শেখ শাহজাহান এবং তাঁর শাগরেদদের অত্যাচারের বিরুদ্ধে সরব গ্রামবাসী বেছে নিয়েছেন প্রতিবাদের পথ।

Supreme Court Hearing: সন্দেশখালি ইস্যু শীর্ষ আদালতে, সোমেই শুরু শুনানি
সুপ্রিম কোর্টে শুনানি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 5:56 AM

নয়াদিল্লি: সন্দেশখালির ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হবে সোমবার। গত শুক্রবার সন্দেশখালি ইস্যুতে জরুরি শুনানির আবেদন জানানো হয় প্রধান বিচারপতির এজলাসে। পিটিশন পড়ে দেখার পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি। এর পরই নথিভুক্ত হয়েছেস সেই মামলা। সোমবার প্রথম শুনানির দিন ধার্য হয়েছে। বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র এজলাসে হবে ওই মামলার শুনানি।

শেখ শাহজাহান অনুগামীদের হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের মার খাওয়ার সময় থেকেই সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। তার পর থেকে একের পর এক ঘটনা ঘটেছে। শেখ শাহজাহান এবং তাঁর শাগরেদদের অত্যাচারের বিরুদ্ধে সরব গ্রামবাসী বেছে নিয়েছেন প্রতিবাদের পথ। সেখানকার মহিলাদের উপর অত্যাচারের কাহিনি এখন গোটা দেশে আলোচনার বিষয় হয়েছে। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও একাধিক শীর্ষ নেতার মুখে শোনা গিয়েছে সন্দেশখালির প্রসঙ্গ। এ রকম পরিস্থিতিতেই দেশের শীর্ষ আদালতে উঠবে সন্দেশখালির প্রসঙ্গ।

মণিপুরের ধাঁচে সন্দেশখালিতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। শীর্ষ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তদন্তের আবেদনও জানানো হয়েছে। সব শুনে সুপ্রিম কোর্ট এই ইস্যুতে কী বলে, সে দিকে নজর থাকবে গোটা দেশের।