Nagpur Rain: ডুবেছে বাসের ছাদ, মাথায় সংসার বেঁধে বুক জলে সাঁতার, লাগাতার বৃষ্টিতে নাগপুরে রাস্তাই হল নদী
Heavy Rain: ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, কোমর বা বুক সমান জল ঠেলে এগিয়ে যাচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে, আবাসনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গিয়েছে।
নাগপুর: আগে থেকেই শুরু হয়েছিল লাগাতার বৃষ্টি। মেঘ ভাঙা বৃষ্টিতে নামল আরও বিপদ। দুই মিলিয়ে কার্যত বন্যার পরিস্থিতি সৃষ্টি হল মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur)। কোথাও কোমর সমান জল জলে রয়েছে, কোথাও রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস জলের নীচে চলে গিয়েছে। রাস্তাঘাটে গাড়ির বদলে চলছে নৌকা। ১০ হাজারেরও বেশি বাড়ি জলের নীচে চলে গিয়েছে। আজও দিনভর ভারী বৃষ্টিপাত জারি থাকবে বলে জানা গিয়েছে।
শনিবার দিনভর বৃষ্টিতে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন শতাধিক মানুষ। উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জেলা ও পুলিশ প্রশাসনকে যথাযথ সাহায্য করা নির্দেশ দিয়েছেন। এখনও অবধি ১৪০জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বন্য়া পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে নাগপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
#Watch: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর। অতি ভারী বৃষ্টিতে ডুবে গিয়েছে শহরের বড় অংশ। জলের নীচে ১০ হাজার বাড়ি।
সব খবর: https://t.co/Z9cGg0kjDs#Nagpur | #HeavyRain | #WeatherUpdate pic.twitter.com/b4L53rH0rk
— TV9 Bangla (@Tv9_Bangla) September 24, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, কোমর বা বুক সমান জল ঠেলে এগিয়ে যাচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে, আবাসনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গিয়েছে। একাধিক সরকারি বাসও জলে প্রায় ডুবে যেতে দেখা গিয়েছে। আজ দিনভর বৃষ্টি হলে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে।
#India– Water logging after Massive Rainfall reported in #Nagpur of #Maharashtra.
#Rainfall #NagpurUpdates #Maharashtra #hurricane #Ophelia #TropicalStormOphelia #Storm #cloudbusting pic.twitter.com/I0amw21Lh5
— ANSHULGAUTAM (@ANSHUL__GAUTAM) September 23, 2023
#WATCH | Maharashtra: Following incessant rainfall, heavy water logging witnessed at the Canal Road Ramdaspeth, in Nagpur. pic.twitter.com/Cu8NOsNcpT
— ANI (@ANI) September 23, 2023
জেলা কালেক্টর জানান, কয়েক ঘণ্টার মধ্যেই ১০০ থেকে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর জেরে একাধিক নীচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এনডিআরএফ ও এসডিআরএফের দল উদ্ধার করা হয়েছে।
#WATCH | Maharashtra: Visuals from Canal Road Ramdaspeth, in Nagpur, where severe water logging witnessed, following incessant rainfall in the area. pic.twitter.com/9hmj9aeH0l
— ANI (@ANI) September 23, 2023