চেন্নাই: দুর্যোগ যেন কাটছেই না তামিলনাড়ু(Tamil Nadu)-র উপর থেকে। বৃহস্পতিবার থেকেই ফের ভারী বৃষ্টি(Heavy Rain)-তে ভাসছে চেন্নাই সহ গোটা তামিলনাড়ু। ভারী বৃষ্টি শুরু হয়েছে পুদুচেরী (Puducherry) ও কাড়াইকাল(Kadaikal)-ও। এরইমধ্যে আজ অতি ভারী থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় তামিলনাড়ুর ২২টি জেলায় স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
বৃহস্পতিবারই একটানা বৃষ্টির জেরে থাঞ্জাভুরে বাড়ির দেওয়াল চাপা পড়ে এক ৫ বছরের শিশুর মৃত্যু হয়। সালেমেও একাধিক মাটির বাড়ি বৃষ্টিতে ভেঙে পড়ার খবর মিলেছে। একাধিক রাস্তাও ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিকে, ভারী বৃষ্টিতে উড়ান পরিষেবাও ব্যহত হয়েছে। চেন্নাই থেকে আগত একটি বিমান খারাপ আবহাওয়ার কারণে গতকাল থুত্তুকুডিতে নামতে পারেনি। পরে বিমানটিকে চেন্নাইতেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে চলতি মাসের শুরুতেও রাজ্য়জুড়ে যে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, তাতে বিপর্যস্ত হয়ে পড়ে তামিলনাড়ু। জল জমার পাশাপাশি বাঁধের জল ছাড়া শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলের তলায় ডুবে যায়। বৃষ্টির কারণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। অন্ধ্র প্রদেশেও গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে যে ভারী বৃষ্টি হয়েছিল, তার প্রভাব প্রতিবেশী তামিলনাড়ুতেও পড়েছিল। তিরুপতির বাইরের অংশেই অবস্থিত স্বর্ণমুখী নদী প্লাবিত হওয়ায়, জল তামিলনাড়ুতেও পৌঁছয়। বর্তমানে রাজ্যের সমস্ত বাঁধই প্রায় জলে পরিপূর্ণ।
আরও পড়ুন: NFHS Report: স্বাধীনতার পর এই প্রথম, দেশে পুরুষদের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা!