High Alert: দেখতে পেলেই গুলি চালাবে বিএসএফ, রাত হলেই ব্ল্যাকআউটের নির্দেশ! আরও বড় কিছু হচ্ছে?

India-Pakistan Tension: সম্পূর্ণ সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বায়ুসেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, সীমান্তে মিসাইল ডিফেন্স সিস্টেম ও অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা হয়েছে।

High Alert: দেখতে পেলেই গুলি চালাবে বিএসএফ, রাত হলেই ব্ল্যাকআউটের নির্দেশ! আরও বড় কিছু হচ্ছে?
সীমান্তে টহলদারি বিএসএফের।Image Credit source: PTI

|

May 09, 2025 | 7:51 PM

নয়া দিল্লি:  ‘অপারেশন সিঁদুরে’ বিরাট সাফল্য পেয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। পাল্টা হামলার হুমকি দিচ্ছে পাকিস্তানও। ভারত যুদ্ধ চায় না, কিন্তু পাকিস্তান হামলা করলে, তার যোগ্য জবাব দেবে ভারতও। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। রাজস্থান, পঞ্জাব সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে “শুট অ্যাট সাইটে”র নির্দেশ দেওয়া হয়েছে।

অপারেশন সিঁদুরের পর ভারতে হামলা চালাতে পারে পাকিস্তান, আশঙ্কা এমনটাই। ইতিমধ্যেই সীমান্তবর্তী রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পঞ্জাব ও রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পঞ্জাবে সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। রাজস্থানেও একই নির্দেশ। পুলিশ ও রেলকর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।

পঞ্জাব ও রাজস্থানের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। রাজস্থানের সঙ্গে পাকিস্তানের ১০৩৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। সম্পূর্ণ সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বায়ুসেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, সীমান্তে মিসাইল ডিফেন্স সিস্টেম ও অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা হয়েছে।

আপাতত ৯ মে পর্যন্ত যোধপুর, কিসানগড়, বিকানের বিমানবন্দরে উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছে। আকাশে ফাইটার জেট চক্কর দিচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিপদ হলে গ্রামগুলিতে নিরাপদ আশ্রয় নেওয়া বা ইভাকুয়েশন প্ল্যান প্রস্তুত রাখা হয়েছে।

জয়সালমীর ও যোধপুরে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বিকানের, শ্রী গঙ্গানগর, জয়সালমীর ও বারমেরে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত সুখোই-৩০ এমকেআই জেট নজরদারি করছে।