Himachal Pradesh: ফল প্রকাশের আগের রাতে ৩০ নেতাকে বহিষ্কার করল হিমাচল কংগ্রেস
Himachal Pradesh Congress: হিমাচল প্রদেশের ৩০ জন নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন হিমাচলের কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। দল বিরোধী কাজের অভিযোগে তাদের বহিষ্কার করা হল।
সিমলা: বৃহস্পতিবারই (৮ ডিসেম্বর) ৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। ঠিক তার আগের সন্ধ্যায় দলের ৩০ জন পদস্থ নেতাকে বহিষ্কার করল কংগ্রেস। হিমাচলের কংগ্রেস সভাপতি প্রতিভা সিং ওই ৩০ নেতাকে পরবর্তী ৬ বছরের জন্য বহিষ্কার করেছেন। দল বিরোধী কাজের শাস্তি হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হিমাচল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগের সন্ধ্যায় এই বহিষ্কারের সিদ্ধান্তকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়ি রাজ্যটির রাজনৈতিক মহলে। বুথ ফেরত সমীক্ষার ফলাফলগুলি অনুযায়ী, হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। কোনও দলই সরকার গঠনের জন্য। প্রয়োজনীয় আসন নাও পেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে ফের এই রাজ্যেও ‘ঘোড়া কেনাবেচা’ দেখা যেতে পারে।
‘দল বিরোধী কাজ’ বলতে ঠিক কী কাজের কথা বলা হয়েছে, তা স্পষ্ট করেনি প্রদেশ কংগ্রেস। তবে সূত্রের খবর, চোপাল ব্লক কংগ্রেস কমিটি সম্প্রতি এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। তার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন, ধীরেন্দ্র সিং চৌহান, সন্তোষ ডোগরা, কুলদীপ অকতা, অনীশ দিওয়ানের মতো হিমাচল কংগ্রেসের পরিচিত নেতারা।
Himachal Pradesh Congress President expelled 30 party leaders from the primary membership of the party for the next six years for anti-party activities pic.twitter.com/BwC35MD9gT
— ANI (@ANI) December 7, 2022
এদিকে, বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মণীশ গর্গ জানিয়েছেন, গণনা শুরু হবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই। রাজ্যের ৫৯টি জায়গায় মোট ৬৮টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে। তারপর ৮.৩০ থেকে ইভিএম গণনা শুরু করা হবে। নিরাপত্তাকর্মী, রিটার্নিং অফিসার এবং অন্যান্য ভোটকর্মী মিলয়ে মোট ১০,০০০ কর্মীকে ভোট গণনার কাজে মোতায়েন করা হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে সর্বোচ্চ ১৪টি এবং সর্বনিম্ন ৮টি গণনা টেবিল রাখা হবে। পোস্টাল ব্যালট গণনার জন্য একটি পৃথক টেবিল থাকবে।