AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: ক্রমশ বাড়ছে পতঞ্জলির বাজার, নজর কাড়ছে শেয়ার বাজারেও

Patanjali: পতঞ্জলি ফুডস লিমিটেডের বাজার মূলধন নজর কেড়েছে। বর্তমানে পতঞ্জলি ফুডসের বাজার মূলধন প্রায় ৬৯ হাজার কোটি টাকা। সম্প্রতি কোম্পানিগুলির শেয়ারদর কমেছে। যার ফলে কোম্পানিগুলির বাজার মূলধনও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামিদিনে পতঞ্জলির বাজার মূলধন ১ লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলবে।

Patanjali: ক্রমশ বাড়ছে পতঞ্জলির বাজার, নজর কাড়ছে শেয়ার বাজারেও
বাজার কাঁপাচ্ছে পতঞ্জলির পণ্যImage Credit: TV9 Bangla
| Updated on: May 04, 2025 | 3:55 PM
Share

নয়াদিল্লি: দেশে অনেক ফাস্ট মুভিং কনজিউমার গুডস(FMCG) কোম্পানি তাদের পণ্য বিক্রি করে। দেশের প্রথম ১০টি কোম্পানির মধ্যে দুটি এফএমসিজি কোম্পানি রয়েছে। কিন্তু, গত কয়েক বছরে এফএমসিজি সেক্টরে যে ক্যারিশ্মা পতঞ্জলি দেখাচ্ছে, তা কেউ করতে পারেনি। টাটা গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপ এই সেক্টরে পা ফেলেছে। প্রতিযোগিতাও বাড়ছে। কিন্তু, পতঞ্জলি যে ধরনের দেশীয় পণ্য আনছে, তা কোনও বড় কোম্পানির এফএমসিজি সেক্টরে দেখা যায় না। এই কারণে পতঞ্জলি সাধারণ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এবং কোম্পানির লাভ এবং রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। পতঞ্জলি ফুডস লিমিটেডের বাজার মূলধন ৭০ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেখে নেওয়া যাক, বর্তমানে এফএমসিজি সেক্টরে পতঞ্জলির শেয়ার কত।

পতঞ্জলির ভোজ্য তেল-

২০২৩-২৪ অর্থবর্ষে পতঞ্জলি ফুডস লিমিটেডের ভোজ্য তেল বিভাগ সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে। যা প্রায় ৭০ শতাংশ। আর রাজস্ব আয়ে পতঞ্জলির খাদ্য তথা অন্য পণ্যের অবদান ৩০ শতাংশ।

রাজস্ব ও লাভ-

পতঞ্জলি ফুডস লিমিটেডের রাজস্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের হিসাব এখনও প্রকাশ করেনি পতঞ্জলি। কিন্তু, তৃতীয় ত্রৈমাসিকে পতঞ্জলি ফুডস লিমিটেডের রাজস্ব আয় ছিল ৯১০৩.১৩ কোটি টাকা। তার আগের অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রাজস্ব আয় ছিল ৭৯১০.৭০ কোটি টাকা। ফলে ২০২৩-২৪ অর্থবর্ষের চেয়ের ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১১৯২.৪৩ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে।

আর লাভের দিক থেকে দেখলে প্রতি ত্রৈমাসিকে কোম্পানির লাভ ক্রমশ বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে কোম্পানির লাভ হয়েছিল ২১৬.৫৪ কোটি টাকা। এক বছর পর ২০২৪ সালের ডিসেম্বরে লাভ হয় ৩৭০.৯৩ কোটি টাকা। এর অর্থ কোম্পানির আয় ১৫৪.৩৯ কোটি টাকা বেড়েছে। পতঞ্জলির কর্মকর্তারা মনে করেন, কোম্পানির আয় আগামিদিনে আরও বাড়বে।

পতঞ্জলি ফুডস-

পতঞ্জলি ফুডস লিমিটেডের বাজার মূলধন নজর কেড়েছে। বর্তমানে পতঞ্জলি ফুডসের বাজার মূলধন প্রায় ৬৯ হাজার কোটি টাকা। সম্প্রতি কোম্পানিগুলির শেয়ারদর কমেছে। যার ফলে কোম্পানিগুলির বাজার মূলধনও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামিদিনে পতঞ্জলির বাজার মূলধন ১ লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলবে। পতঞ্জলির বক্তব্য, তাদের পণ্য ক্ষতিকর নয়। তাতে রাসায়নিকও থাকে না। এর সঙ্গে পতঞ্জলি সব পণ্য প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি। সেজন্য তাদের পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। এর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে।

বিনিয়োগকারীদের লাভ-

পতঞ্জলির ফুডসের শেয়ারে যাঁরা বিনিয়োগ করেন, তথ্য বলছে, তাঁরা লাভবান হয়েছেন। গত এক মাসে পতঞ্জলি ফুডসের শেয়ারদর ৪ শতাংশের বেশি বেড়েছে। আর গত ৬ মাসে পতঞ্জলির শেয়ার ৬ শতাংশের বেশি বেড়েছে। BSE-র তথ্য বলছে, চলতি বছরে কোম্পানির শেয়ার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এক বছরে পতঞ্জলির শেয়ার প্রায় ৩১ শতাংশ বেড়েছে। তাৎপর্যপূর্ণভাবে, গত ৫ বছরে পতঞ্জলি তার বিনিয়োগকারীদের ৩৬৩ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। গত ৩০ এপ্রিল, কোম্পানির শেয়ারের দাম ০.৮৭ শতাংশ কমে ১৯০১ টাকায় বন্ধ হয়।

কী কী পণ্য বিক্রি করে পতঞ্জলি?

খাদ্যপণ্য থেকে প্রসাধনী সামগ্রী এবং ওষুধ, সবকিছু বিক্রি করে পতঞ্জলি। খাদ্যপণ্যের মধ্যে গুলাব জামুন, রসগোল্লাও বিক্রি করে। এছাড়া ঘি, আটা, নুডলস, বিস্কুটও রয়েছে সেই তালিকায়। প্রসাধনী সামগ্রীর মধ্যে রয়েছে শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, তেল ও অন্যান্য সামগ্রীও রয়েছে। আয়ুর্বেদিক ওষুধও বিক্রি করে পতঞ্জলি। তাতে সুস্থ হয়েছেন বহু রোগী। সারা দেশে রয়েছে পতঞ্জলির স্টোর। দেশের ১৮টি রাজ্যে ৪৭ হাজারের বেশি খুচরো কাউন্টার রয়েছে। সাড়ে ৩ হাজার ডিস্ট্রিবিউটর রয়েছেন।