Railway Rules: জানেন ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায় রেলের টিকিটে, কারা পাবেন এই ডিসকাউন্ট
Railway Rules: ভারতীয় রেল কিছু বিশেষ ক্ষেত্রে জেনারেল ক্লাস, স্লিপার এবং থার্ড এসি-র টিকিটের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। কীভাবে আবেদন করবেন জানুন।

নয়া দিল্লি: ভারতীয় রেলে বিভিন্ন ধরণের ট্রেন চলে। প্রিমিয়াম ট্রেনের ভাড়া বেশি হলেও, এমন অনেক ট্রেন আছে, যা নিম্নবিত্তের সাধ্যের মধ্যে। একেকটি ট্রেনের ভাড়া একেক রকম। তবে অনেকেই জানেন না যে ট্রেনের ভাড়াতেও ছাড় পাওয়া যায়। কিছু বিশেষ শ্রেণির যাত্রীদের জন্য ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। একবার নয়, একাধিকবার সেই ছাড় পাওয়া যায়।
ভারতীয় রেল কিছু বিশেষ ক্ষেত্রে জেনারেল ক্লাস, স্লিপার এবং থার্ড এসি-র টিকিটের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। যারা অন্যের সাহায্য ছাড়া ভ্রমণ করতে পারেন না, তাঁদের এই ছাড় দেওয়া হয়। সেই তালিকায় রয়েছেন মানসিকভাবে দুর্বল, অন্ধ বা বিশেষভাবে সক্ষম যাত্রীরা। মূক ও বধিররাও ছাড় পান।
এই ধরণের যাত্রীদের সঙ্গে যাঁরা ভ্রমণ করেন, তাঁরাও একইভাবে টিকিটে ছাড় পান। শতাব্দী, রাজধানীর মতো ট্রেনে থার্ড এসি এবং এসি চেয়ার কারে এই যাত্রীরা ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পান। অন্যান্য এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড এসি বা ফার্স্ট ক্লাসে ভ্রমণের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়।
রেলের নিয়ম অনুসারে, যে ব্যক্তি সম্পূর্ভাবে শুনতে বা কথা বলতে অক্ষম, তাঁকে ট্রেনে ভ্রমণের সময় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকেও একই পরিমাণ ছাড় দেওয়া হয়। এছাড়াও ক্যান্সার আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, যক্ষ্মা রোগী, হৃদরোগে আক্রান্ত, হিমোফিলিয়া আক্রান্ত, এইডস আক্রান্তদের ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়।
শিক্ষার্থীরাও ট্রেনে ভ্রমণের সময় ছাড় পান। তারাও ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারে। এছাড়াও, ছুটির মরসুমে বাড়ি যাওয়ার ক্ষেত্রে ট্রেনে শিক্ষার্থীরা ছাড় পায়।
কীভাবে পাবেন ছাড়?
রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indianrail.gov.in/-তে লগ ইন করতে হবে। সেখানেই লেখা থাকে টিকিটে ছাড় পাওয়ার পদ্ধতি। সেইভাবেই আবেদন করতে হবে।





