India-Pakistan: কীভাবে পাকিস্তানের ‘নাপাক’ চেষ্টা আটকে দিল ভারত? কোথায় দাঁড়িয়ে ইসলামাবাদ?

India-Pakistan: উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, ভারত তার সুদর্শন চক্র অর্থাৎ সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম S-৪০০ পাকিস্তানের ‘নাপাক’ চেষ্টার গলা কেটে দেয়।

India-Pakistan: কীভাবে পাকিস্তানের ‘নাপাক’ চেষ্টা আটকে দিল ভারত? কোথায় দাঁড়িয়ে ইসলামাবাদ?
কী অবস্থা পাকিস্তানের? Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

May 09, 2025 | 2:45 AM

কলকাতা: পহেলগাঁওতে ২৬ পর্যটকের নির্মম হত্যার পর থেকেই বদলার রবটা উঠে গিয়েছিল গোটা দেশেই। শুরু হয়েছিল কাউন্টডাউন। প্রত্যাঘাত কবে তারই প্রহর গুনছিল গোটা দেশ। শেষ পর্যন্ত বুধবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করে দেয় ভারত। তাতেই মাটিতে মিশে যায় পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের ভিতরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয় কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের একাধিক ছায়া সঙ্গী সহ একাধিক নিকটাত্মীয়ের। নিকেশ হয়ে গিয়েছিল প্রায় ১০০-র বেশি জঙ্গি। যদিও ভারতের প্রত্যাঘাতের পরেই গর্জে উঠেছিলেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। হুঙ্কার দিয়ে বলেছিলেন প্রতিটা রক্তের ফোঁটার প্রতিশোধ তিনি নেবেন। চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষে তাঁকেই ঢুকতে হল বাঙ্কারে। ভারতের ভয়ে দেশ ছাড়লেন সে দেশের সেনা প্রধান। 

কীভাবে পাকিস্তানের ‘নাপাক’ চেষ্টা আটকে দিল ভারত? 

উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, ভারত তার সুদর্শন চক্র অর্থাৎ সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম S-৪০০ পাকিস্তানের ‘নাপাক’ চেষ্টার গলা কেটে দেয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোঁড়া হয়। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে ইসলামাবাদ। 

এরইমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বৃহস্পতিবার সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আক্রমণের ধার আরও বাড়ায় পাকিস্তান। বৃহস্পতিবার অন্ধকার নামতেই জম্মুতে ব্ল্যাকআউট, সাইরেনের আওয়াজ। জম্মুতে বেজে ওঠে সাইরেন। ৫ থেকে ৭টি বিস্ফোরণের আওয়াজও শোনা যায়।  

রাজস্থান, পঞ্জাব, কাশ্মীর সহ দেশের নানা প্রান্ত থেকে পাক আক্রমণের খবর আসতে থাকে। কিন্তু, ভারতের ডিফেন্স সিস্টেম ভেদ করে কিছুতেই ভারতীয় ভূখণ্ডে হামলা করতে পারেনি পাক সেনা। তার আগেই এস-৪০০ এর পাশাপাশি পাকিস্তানকে প্রতিহত করতে মাঠে নেমে পড়ে L-70, ⁠ ZSU-23, Shilka এর মতো শক্তিশালী সব ডিফেন্স সিস্টেম। 

এরইমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বড় বৈঠক করে ফেলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় মার্কিন বিদেশ সচিবের। ততক্ষণে পাকিস্তানের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে শুরু করে দিয়েছে ভারত। 

জয়সালমীরে পাকিস্তানের ঘাতক যুদ্ধবিমান এফ-১৬ কে নামিয়ে আনা হয়। পাকড়াও পাইলট। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালায় ভারত। জ্বলন্ত ছবি ধরা পড়ে ক্যামেরায়। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চলে। 

এরইমধ্যে শোনা যায় ইসলামাবাদ সহ পাকিস্তানের ৭ শহরে হানা দিয়েছে ভারতীয় সেনা। সংবাদসংস্থা ডিএনএ সূত্রে খবর, বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। সূত্র মারফত এও জানা যায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিফ মুনীর। 

এরইমধ্যে আবার সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল নিয়েও উধমপুরে হামলা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের বুকে আঘাত হানার আগেই ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম সেটির খেলা শেষ করে দেয়।