Operation Sindoor: ‘ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিত পারত না, যদি না…’, বড় বার্তা রাজনাথের
Operation Sindoor: এরপরই অপারেশন সিঁদুরের মাধ্য়মে মেক-ইন-ইন্ডিয়ার সাফল্যের কথা তুলে তিনি বলেন, 'ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারত না, যদি এই দেশ তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বা প্রতিরক্ষা সেক্টরে মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগে জোর না দিত।

নয়াদিল্লি: দেশের প্রতিরক্ষায় দিশা দেখাচ্ছে ‘মেক-ইন-ইন্ডিয়া’। বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মোদী সরকারের মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগ সন্ত্রাসের সঙ্গে মোকাবিলায়ও কাজে এসেছে, সেই কথাটাও স্বীকার করেন মন্ত্রীও।
এদিন রাজধানীতে আয়োজিত বার্ষিকী বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সাম্প্রতিক কালে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বাড়তি জোর যে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে লাভবান হতে পারে, সেই বার্তাই দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘সরকারের আওতাধীন প্রতিরক্ষা সংস্থাগুলির সঙ্গে বেসরকারি সংস্থাগুলিও কাজের সুযোগ পাবে। যা দেশীয় প্রতিরক্ষা সক্ষমতাকে আরও জোরদার করবে।’
এরপরই অপারেশন সিঁদুরের মাধ্য়মে মেক-ইন-ইন্ডিয়ার সাফল্যের কথা তুলে তিনি বলেন, ‘ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারত না, যদি এই দেশ তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বা প্রতিরক্ষা সেক্টরে মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগে জোর না দিত। সিঁদুর অভিযান প্রমাণ করেছে, শত্রুদের যে কোনও ভাবে নিকেশ করতে সক্ষম ভারত। প্রথমে আমরা যেমন জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছি। পরে ঠিক সেই ভাবেই গুঁড়িয়েছি পাক সেনা ঘাঁটি।’
দেশের প্রতিরক্ষা খাতে হওয়া উন্নয়ন যজ্ঞের প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘এক দশক আগেও আমাদের প্রতিরক্ষা উৎপাদন ছিল প্রায় ৪৩ হাজার কোটি টাকা। যা আজ পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৪৬ হাজার কোটি টাকার গন্ডি। যার মধ্যে ৩২ হাজার কোটি টাকা উৎপাদনে সহায়তা করেছে বেসরকারি সংস্থাগুলি। এমনকি, আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ এক দশক আগে ছিল মাত্র ৬০০ কোটি টাকা। যা আজ পৌঁছে গিয়েছে, ২৪ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা।’

