PM Modi: সত্যিই বিশ্বগুরু ভারত, প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে যেভাবে বাড়ছে দেশের গুরুত্ব…

PM Narendra Modi: ২০২৩ সালে ফ্রান্সে বাস্তিল দিবসের প্যারেডে অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় তিন সেনার প্যারেড বিশ্বমঞ্চে এবং ভূ-রাজনীতিতে (জিয়োপলিটিক্স) ভারতের গুরুত্ব বৃদ্ধিকেই তুলে ধরে।

PM Modi: সত্যিই বিশ্বগুরু ভারত, প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে যেভাবে বাড়ছে দেশের গুরুত্ব...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Mar 12, 2025 | 6:52 PM

নয়া দিল্লি: মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হলেন তিনি। এর আগে ২০১৫ সালেও প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।

বারেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ  বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি এবং সুসম্পর্ককেই তুলে ধরে। তবে শুধু মরিশাসেই নয়, বিভিন্ন দেশেই নানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২৩ সালে ফ্রান্সে বাস্তিল দিবসের প্যারেডে অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় তিন সেনার প্যারেড বিশ্বমঞ্চে এবং ভূ-রাজনীতিতে (জিয়োপলিটিক্স) ভারতের গুরুত্ব বৃদ্ধিকেই তুলে ধরে।

২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধ জয়ন্তী উপলক্ষে নেপালের লুম্বিনিতে গিয়েছিলেন। নেপালের সঙ্গে ভারতের ঐতিহ্য এবং বৌদ্ধধর্মের ঐতিহাসিক যোগকেই তুলে ধরেছিল প্রধানমন্ত্রীর এই সফর। একইসঙ্গে সংস্কৃতি ও আধ্য়াত্মিক যোগকেও তুলে ধরেছিল।

২০২১ সালে বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবসেও আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক এবং সে দেশের স্বাধীনতায় ভারতের অবদানকেই তুলে ধরেছিল প্রধানমন্ত্রী মোদীর এই সফর। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সুসম্পর্ক এবং স্থিতাবস্থাকেই তুলে ধরেছিলেন তিনি।

২০১৭ সালে আন্তর্জাতিক বেশক দিবসে শ্রীলঙ্কায় প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরও দুই দেশের মজবুত সম্পর্কেই তুলে ধরেছিল।