বন্ধুদের সঙ্গে হঠাৎ ভ্রমণের ইচ্ছা হল! টিকিট না পেলে কী করবেন
Railway: ধরে নিন তিন বন্ধু মিলে কোথাও যাচ্ছেন। ইতিমধ্যেই তিনটি টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে। হঠাৎ চতুর্থ বন্ধুও ভ্রমণের পরিকল্পনা করলেন, কিন্তু ততক্ষণে সব ট্রেনের টিকিট বুক হয়ে গিয়েছে।

নয়া দিল্লি: পরিবার বা বন্ধুদের সঙ্গে নিয়ে ট্রেনে ভ্রমণের মজাই আলাদা। তবে, অনেক ক্ষেত্রে সঠিক সময়ে টিকিট না পাওয়া গেলে সমস্য়ায় পড়তে হয়। রেলের নিয়ম অনুযায়ী, যাত্রী যে ক্লাসের টিকিট বুক করবেন সেই ক্লাসের কোচেই ভ্রমণ করতে পারবেন। হঠাৎ বন্ধুদের সঙ্গে প্ল্যান হওয়ার পর যদি টিকিট না পাওয়া যায় তাহলে কী হবে!
ধরে নিন তিন বন্ধু মিলে কোথাও যাচ্ছেন। ইতিমধ্যেই তিনটি টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে। হঠাৎ চতুর্থ বন্ধুও ভ্রমণের পরিকল্পনা করলেন, কিন্তু ততক্ষণে সব ট্রেনের টিকিট বুক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আপনি কী করবেন। অনেকেই এ ক্ষেত্রে ভ্রমণ বাতিল করেন। তবে, রেলওয়ে এই ধরনের পরিস্থিতির জন্যও নিয়ম তৈরি করেছে।
রেলের নিয়ম অনুসারে, যাত্রীদের তৎকাল টিকিট বুক করার সুবিধা দেওয়া হয়। তবে, তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আপনাকে কিছু অতিরিক্ত চার্জ দিতে হবে। তৎকাল টিকিট বুক করার আগে, এটাও জেনে রাখতে হবে যে ট্রেন ছাড়ার মাত্র ২৪ ঘণ্টা আগে এই ধরনের টিকিট বুক করা যাবে। যত তাড়াতাড়ি আপনি টিকিট বুক করবেন, ট্রেনে নিশ্চিত আসন পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।
ট্রেন ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে যদি ভ্রমণের পরিকল্পনা করা হয় এবং তৎকাল টিকিট বুকিংয়ের কোনও বিকল্প না থাকে, তাহলে আপনি একটি সাধারণ টিকিট নিয়েও ভ্রমণ করতে পারেন। সে ক্ষেত্রে ট্রেনের জেনারেল কোচে ভ্রমণ করতে হবে। তবে, আপনি টিটিই-র সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে জানান, আর ট্রেনে যদি কোনও আসন খালি থাকে, তাহলে টিটিই আপনাকে সেই আসনটি বরাদ্দ করতে পারবেন। সে ক্ষেত্রে ওই সিটের ভাড়া দিতে হবে।





