তিরুপতি বালাজি মন্দিরে কোটি টাকার তরবারি দিলেন ব্যবসায়ী

তিরুপতি বালাজি মন্দিরে (Tirupati Balaji Temple) সস্ত্রীক উপস্থিত হয়ে কর্তৃপক্ষের হাতে তরবারিটি তুলে দেন ওই ব্যবসায়ী।

তিরুপতি বালাজি মন্দিরে কোটি টাকার তরবারি দিলেন ব্যবসায়ী
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 11:56 PM

হায়দরাবাদ: গত বছর কথা দিয়েছিলেন। কথা রাখলেন এ বছর। কথা রাখলেন হায়দরাবাদের (Hyderabad) এক নামজাদা ব্যবসায়ী (Businessman)। তিরুপতি বালাজি মন্দিরে তিনি এমন এক তরবারি দান করলেন যার বাজার মূল্য এক কোটি টাকা। ওই তরবারিতে ২ কেজি সোনা ও তিন কেজি রুপো ব্যবহার করা হয়েছে।

করোনার আবহে গোটা দেশ নাজেহাল। সারা দেশে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। কোভিডের দাপটে গত এক বছরের বেশি সময় ধরে দেশ স্তব্ধ। সংকটে মানুষের জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীর কোটি টাকার তরবারি দানে বিস্মিত বহু মানুষ। তিরুপতি বালাজি মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে কর্তৃপক্ষের হাতে তরবারিটি তুলে দেন ওই ব্যবসায়ী।

ভেঙ্কটেশ্বরের ভক্ত ওই ব্যবসায়ী গত বছর জানিয়েছিলেন ৫ কেজি ওজনের একটি তরবারি দান করবেন তিনি। কিন্তু কঠিন পরিস্থিতির জন্য দান করতে কিছুটা বেশি সময় লেগেছে তার। তামিলনাড়ুর এক স্বর্ণকার বানিয়েছেন ওই তরবারিটি। তরবারির পোশাকি নাম সূর্যকাটারি।

ইতিমধ্যেই ব্যবসায়ীর দানে তাজ্জব বহু মানুষ। অনেকে জানিয়েছেন এমন তরবারি আগে কখনও দেখা যায়নি। এর আগে ২০১৮ সালে একই মন্দিরে ৬ কেজি ওজনের একটি তরবারি দান করেছিলেন অন্য এক ব্যবসায়ী। সেই তরবারির বাজারি মূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা। আরও পড়ুন: অবিশ্বাস্য, পুরোনো নোটের বিনিময়ে পেয়ে যান ৩ লক্ষ টাকা