‘ডাকুন মোদীকে, দেখে নেব’, অপ্রত্যাশিত রণহুঙ্কার ওয়েইসির

নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে হায়দরাবাদের ভূমিপুত্র আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "নরেন্দ্র মোদীকে আনা হোক প্রচারের জন্য। আমরাও দেখে নেব, কতগুলো আসন ওরা দখলে রাখে। নিয়ে আসা হোক সেই মানুষটিকে, যিনি আপনাদের মুখ্য প্রচার চরিত্র। করা হোক মোদীর সভা, তারপর দেখে নেব।"

'ডাকুন মোদীকে, দেখে নেব', অপ্রত্যাশিত রণহুঙ্কার ওয়েইসির
'ডাকুন মোদীকে, দেখে নেব', অপ্রত্যাশিত রণহুঙ্কার ওয়েইসির
Follow Us:
| Updated on: Nov 27, 2020 | 7:02 AM

TV9 বাংলা ডিজিটাল: বিহারের ফল শক্তি জুগিয়েছে মনে আর বাড়িয়েছে আত্মবিশ্বাস। বিজেপির (BJP) বি-টিম হিসাবে যে দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল অবিজেপি শক্তিগুলি, সেই আসাদউদ্দিন ওয়েইসি-র (Asaduddin Owaisi) দল মিমই রণহুঙ্কার ছাড়ল বিজেপির বিরুদ্ধে (Asaduddin Owaisi Dares BJP)। অবশ্যই কিছুটা অপ্রত্যাশিত ভাবেই।

নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে হায়দরাবাদের ভূমিপুত্র আসাদউদ্দিন ওয়েইসি বলেন, “নরেন্দ্র মোদীকে আনা হোক (Get Narendra Modi) প্রচারের জন্য। আমরাও দেখে নেব, কতগুলো আসন ওরা দখলে রাখে। নিয়ে আসা হোক সেই মানুষটিকে, যিনি আপনাদের মুখ্য প্রচার চরিত্র। করা হোক মোদীর সভা, তারপর দেখে নেব।” সামনেই হায়দরাবাদ পুরভোট। কিন্তু ওয়েইসি এদিন ইঙ্গিত দিয়ে দেন, বাংলায় তাঁরা ঠিক কোন খাতে বইতে চলেছেন!

বিহারেের প্রসঙ্গ তুলে এনেই ওয়েইসির সাফ কথা, ” বিহারে কী এমন মহান লাভ করেছেন? আমরা বিহারে ২০ টি আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছি। আর এই সফর এত সহজে থামবে না।”

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, হায়দরাবাদ পুরভোটে  (Battle For Hyderabad) মিমকে সমুখ সমরে রেখে লড়তে চাইছে বিজেপি। বিজেপি ইতিমধ্যেই প্রচার শুরু করেছে, “মিমের পক্ষে পড়া প্রত্যেকটি ভোট আসলে ভারত বিরোধী।” তাঁদের কথায়, “রোহিঙ্গা থেকে শুরু করে পাকিস্তানি প্রত্যেকের আশ্রয়দাতা মিম।” মাঝেপড়ে, বিজেপি-মিম-এর ইকুয়েশন বুঝতে হিমশিম খাচ্ছে অবিজেপি শক্তিগুলি। কারণ বাংলায় লড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ওয়েইসি।

একুশের লড়াইয়ে বিজেপি-মিম কোন ছাঁচে খেলছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন: ২০২১-এ মাধ্যমিক উচ্চমাধ্যমিকে সিলেবাস কমবে ৩০-৩৫ শতাংশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী শাহ জুটি আসলে মিম বিরোধিতা করে হিন্দু ভোট সরাসরি নিজেদের ঘরে রাখতে চাইছে। অন্যদিকে, মুসলিম ভোট যাতে সম্পূর্ণভাতে মিমের খাতাতেই পড়ে, সেকারণে বিজেপি বিরোধিতায় ওয়েইসি। মাঝখান থেকে বিপদে পড়তে পারে অবিজেপি শক্তিগুলি।