AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagdeep Dhankhar: ‘আমিও ভুক্তভোগী’, কেন বললেন উপরাষ্ট্রপতি ধনখড়?

Jagdeep Dhankhar: জগদীপ ধনখড় বলেন, "আপনারা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি অবশ্যই দেখেছেন। কিন্তু, উপরাষ্ট্রপতি প্রতিকৃতি দেখেননি। আমি যখন অফিস ছাড়ব, তখন এটা নিশ্চিত করব যে আমার উত্তরসূরির প্রতিকৃতি যেন থাকে।"

Jagdeep Dhankhar: 'আমিও ভুক্তভোগী', কেন বললেন উপরাষ্ট্রপতি ধনখড়?
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়Image Credit: PTI
| Updated on: May 19, 2025 | 11:29 PM
Share

নয়াদিল্লি: তিনি দেশের উপরাষ্ট্রপতি। কিন্তু, একটি বিষয়ে ক্ষেদ রয়েছে তাঁর। সোমবার সেই ক্ষেদের কথা বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশে উপরাষ্ট্রপতির প্রতিকৃতি না থাকা নিয়ে ক্ষেদ প্রকাশ করলেন তিনি। একইসঙ্গে জানালেন, তাঁর উত্তরসূরির ছবি যাতে থাকে, সেই ব্যবস্থা করে যাবেন তিনি।

সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন উপরাষ্ট্রপতি ধনখড়। সেখানেই প্রোটোকল মানা নিয়ে দেশের নতুন প্রধান বিচারপতির একটি মন্তব্য তুলে ধরেন তিনি। গত ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিআর গভাই। রবিবার মুম্বইয়ে মহারাষ্ট্র ও গোয়ার বার কাউন্সিলের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান বিচারপতিকে মুম্বইয়ে স্বাগত জানাতে মহারাষ্ট্রের মুখ্যসচিব, ডিজিপি কিংবা মুম্বই পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন না। প্রধান বিচারপতি পদে শপথ নেওয়ার পর প্রথমবার মহারাষ্ট্রে সফরে গিয়ে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিজেআই। এরপর প্রধান বিচারপতি দাদরে বিআর আম্বেদকরের সমাধিস্থল চৈত্যভূমিতে গেলে তিনজনই উপস্থিত ছিলেন।

এদিন প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে উপরাষ্ট্রপতি বলেন, “আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি বর্তমান প্রধান বিচারপতির কাছে বাধিত। প্রোটোকল মেনে চলা মৌলিক দায়িত্ব। দেশের প্রধান বিচারপতি ও প্রোটোকলের স্থান অনেক উঁচুতে। তিনি যখন এটা বলছেন, তখন সেটা তাঁর ব্যক্তিগত নয়। তিনি যে পদে রয়েছেন, সেই পদের জন্য। আমি নিশ্চিত যে এটা সবাই মনে রাখবেন।”

এরপরই প্রোটোকলের তিনিও যে ভুক্তভোগী সেকথা তুলে ধরেন উপরাষ্ট্রপতি ধনখড়। বলেন, “আপনারা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি অবশ্যই দেখেছেন। কিন্তু, উপরাষ্ট্রপতি প্রতিকৃতি দেখেননি। আমি যখন অফিস ছাড়ব, তখন এটা নিশ্চিত করব যে আমার উত্তরসূরির প্রতিকৃতি যেন থাকে।”

প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।