India-Pakistan: ‘মনগড়া গল্প বলছে পাকিস্তান, বাধ্য হয়েছিল সংঘর্ষবিরতি চাইতে’, বিস্ফোরক বায়ুসেনা প্রধান

Operation Sindoor: গত মে মাসে পাকিস্তান যে কতটা পর্যদুস্ত হয়েছিল, তার সুস্পষ্ট চিত্র তুলে ধরে বায়ুসেনা প্রধান এপি সিং জানান যে ৪-৫টি এফ-১৬ ফাইটার জেট ও জেএফ-১৭ ধ্বংস করা হয়েছে। একটি নজরদারি বিমানও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন যে ভারতের কাছে প্রমাণ রয়েছে।

India-Pakistan: মনগড়া গল্প বলছে পাকিস্তান, বাধ্য হয়েছিল সংঘর্ষবিরতি চাইতে, বিস্ফোরক বায়ুসেনা প্রধান
বায়ুসেনা প্রধান এপি সিং।Image Credit source: PTI

|

Oct 03, 2025 | 3:33 PM

নয়া দিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে সামনে এল আরও বড় তথ্য। ভারতীয় বায়ুসেনার প্রধান এপি সিং নিজেই জানালেন যে অপারেশন সিঁদুরের সময় ৮-১০টি পাকিস্তানি ফাইটার জেটকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। এর মধ্যে ছিল আমেরিকার তৈরি এফ-১৬ এবং চিনা জেএফ-১৭।

৯৩ তম বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে এ দিন বায়ুসেনা প্রধান জানান, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতীয় জেট ধ্বংস করার যে দাবি করেছে, তা সম্পূর্ণ মনগড়া কাহিনী। 

গত মে মাসে পাকিস্তান যে কতটা পর্যদুস্ত হয়েছিল, তার সুস্পষ্ট চিত্র তুলে ধরে বায়ুসেনা প্রধান এপি সিং জানান যে ৪-৫টি এফ-১৬ ফাইটার জেট ও জেএফ-১৭ ধ্বংস করা হয়েছে। একটি নজরদারি বিমানও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন যে ভারতের কাছে প্রমাণ রয়েছে। ৩০০ কিলোমিটার পাল্লার মিসাইলের আঘাত বায়ুসেনার জন্য এই বছরের হাইলাইট ছিল।

র‌্যাডার সিস্টেমের নিখুঁত আঘাতে আরও ৪-৫টি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তানি কম্যান্ড সেন্টার থেকে শুরু করে রানওয়ে, হ্যাঙারও ধ্বংস করা হয়েছে। বায়ুসেনা প্রধান বলেন, “আমরা পাকিস্তানকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলাম যে তারা সংঘর্ষবিরতি চাইতে বাধ্য হয়।” 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাবি করেছিলেন, ওই সময়ে ভারতের ৭টি ফাইটার জেট ধ্বংস করেছিল পাকিস্তান। যদিও পাকিস্তান এর সাপেক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।