আইসিইউতে ভর্তি রোগীর শরীরে কামড় বসাচ্ছে ইঁদুর! রোগী মৃত্যুর পরই তুমুল উত্তেজনা হাসপাতালে

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 24, 2021 | 9:55 AM

শ্রীনীবাস ইয়েলাপ্পা নামক ওই যুবকের মেনিনজাইটিস ও লিভারের সমস্যা ছিল। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ও ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। মঙ্গলবারই তাঁর দেহে একাধিক জায়গায় ইঁদুরের কামড়ের চিহ্ন পাওয়া যায়।

আইসিইউতে ভর্তি রোগীর শরীরে কামড় বসাচ্ছে ইঁদুর! রোগী মৃত্যুর পরই তুমুল উত্তেজনা হাসপাতালে
প্রতীকী চিত্র।

Follow Us

মুম্বই: মেনিনজাইটিস ও লিভারের সমস্যায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল বছর ২৪-র এক রোগী। তাঁর দেহে মিলল ইঁদুরের কামড়ের দাগ। বুধবারই ওই রোগীর মৃত্যু হওয়ায় বিতর্ক শুরু হয়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে। ঘটনাটি ঘটেছে বৃহ্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত রাজওয়াড়ি হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রীনীবাস ইয়েলাপ্পা নামক ওই যুবকের মেনিনজাইটিস ও লিভারের সমস্যা ছিল। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ও ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। মঙ্গলবারই তাঁর দেহে একাধিক জায়গায় ইঁদুরের কামড়ের চিহ্ন পাওয়া যায়। এরপর বুধবার ওই যুবকের পরিবার দেখা করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং পরে জানানো হয় ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা না গেলেও পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা পুলিশে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন।

এ দিকে, হাসপাতালের সুপার বিদ্যা ঠাকুর এই বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি কেবল জানান, হাসপাতালের এক তলায় যে আইসিইউ রয়েছে, সেখানে ভর্তি ছিলেন ওই রোগী। হাসপাতালে ইঁদুরের উপদ্রবের অন্যতম কারণ হল রোগীদের রাখা খাবারই। রোগী পরিবারদের বহু অনুরোধ করেও এর সুরাহা হয়নি। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ভুরি ভুরি সোনা, জমি-গাড়িতেও ‘সন্তুষ্ট’ নয় স্বামী! পণের দাবিতে হার মানল মেডিকেল পড়ুয়া, উদ্ধার ঝুলন্ত দেহ 

Next Article