IED found in Delhi: ফের রাজধানীতে মিলল বোমা, চারজনকে ঘিরেই দানা বাঁধছে সন্দেহ
IED found in Delhi: বৃহস্পতিবার তল্লাশি চালাতে গেলে পাওয়া যায় একটি ব্যাগ, যার ভিতরে ছিল আইইডি।
নয়া দিল্লি : আবারও রাজধানীতে আতঙ্ক। ইস্ট দিল্লির (East Delhi) একটি বাড়িতে মিলল বোমা। একটি ব্যাগের ভিতর আইইডি (IED) পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে কোথা থেকে ওই বোমা এল, তা স্পষ্ট নয়। দিল্লির সীমাপুরের (Seemapur) একটি বাড়ি থেকে পাওয়া গিয়েছে ওই বোমা। বৃহস্পতিবার এই খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)। এনএসজি-র সদস্যরাই একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই বোমা নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে। যে বাড়িতে বিস্ফোরক পাওয়া গিয়েছে, সেখানে ভাড়ায় থাকতেন চারজন। তাঁদের সবার পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে তাঁরা ওই বাড়িতে থাকতেন, তাও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, যে বাড়ি থেকে আইইডি উদ্ধার করা হয়েছে সেটি কাসিম নামের এক ব্যক্তির। তিনি তাঁর বাড়ির দ্বিতীয় তলা কয়েকদিন আগে প্রপার্টি ডিলার শাকিলের মাধ্যমে একজনকে ভাড়ায় দিয়েছিল। ১০ দিন আগে আরও তিনজন সেখানে গিয়ে থাকতে শুরু করে। পুলিশ আসার আগেই আইইডি সহ ব্যাগ ঘরে রেখে তারা পালিয়ে যায় বলে সূত্রের খবর। এরা কোথা থেকে এসেছিল, কেনই বা এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
গত মাসেই দিল্লির গাজীপুরে ফুলের বাজারে আইইডি পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল দিল্লি পুুলিশের স্পেশাল সেল। সেই তল্লাশি চালাতে গিয়েই একটি বাড়িতে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ। ব্যাগের ভিতর ছিল একটি প্যাকেট, তার ভিতর থেকে উদ্ধার হয় আইইডি। খবর পেয়েই এনএসজি পৌঁছয় ঘটনাস্থলে। একটি পার্কে নিয়ে যাওয়া হয়েছে সেই আইইডি। যে বাড়িতে আইইডি পাওয়া গিয়েছে সেই জায়গায় ফরেনসিক দল তদন্ত করছে।
গত ১৪ জানুয়ারি গাজীপুরের ফুলের বাজারে দেড় কেজি বিস্ফোরক উদ্ধার হয়। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। গাজীপুরের পর এবার সীমাপুরেও একই ঘটনা। দুটি জায়গাই ইস্ট দিল্লির অন্তর্গত বলে জানা গিয়েছে।