In Depth on India-Bangladesh: মুখেই বড় বুলি! হাসিনার থেকেও ইউনূস জমানাতেই ভারতের উপরে বেশি নির্ভরশীল বাংলাদেশ

India-Bangladesh Relation: আওয়ামী লিগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত-বিরোধী অবস্থান নিতে চেয়েছিল। নতুন বাংলাদেশ দাবি করেছিল, ভারতের উপরে নির্ভরতা কমাবে তারা। দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। তবে ভারতের মুখাপেক্ষি হয়েই থাকতে হচ্ছে বাংলাদেশকে। বরং  বলা চলে, বাংলাদেশের নির্ভরতা ক্রমেই বাড়ছে। 

In Depth on India-Bangladesh: মুখেই বড় বুলি! হাসিনার থেকেও ইউনূস জমানাতেই ভারতের উপরে বেশি নির্ভরশীল বাংলাদেশ

|

Sep 24, 2025 | 1:33 PM

ভারত-বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ সময়ের। এই সম্পর্ক বরাবর মিষ্টি হলেও, সেই সম্পর্কে চিড় ধরেছে সম্প্রতি। বলা চলে, বাংলাদেশে ২০২৪ সালের ৫ অগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তখন থেকেই নতুন বাংলাদেশ যেন ভারত-বিরোধী অবস্থান নিয়েছিল। কখনও কলকাতা, সেভেন সিস্টার্স দখলের হুমকি দিয়েছে, কখনও আবার ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে। তবে সত্যিই কি ইউনূস জমানায় বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীলতা কমিয়েছে? পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। দেখা যাচ্ছে, ভারত থেকে আমদানি কমানোর বদলে বরং নির্ভরতা আরও বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতেই বাংলাদেশে ভারত থেকে আমদানি বেড়েছে ১৭ শতাংশ। এ কথা ভারত বলছে না, বলছে বাংলাদেশের তথ্যই। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন