EXPLAINED: দিল্লিতে আসল খেলা খেলল RSS, মঞ্চে উঠে প্রাইজ নিল বিজেপি, গেমপ্ল্যান তাক লাগানোর মতো

EXPLAINED: ২০১৪ সাল থেকে পরপর তিনটি লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনই জিতেছে বিজেপি। কিন্তু, বিধানসভা নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারছিল না গেরুয়া শিবির। লড়াই করেও দিল্লি পুরসভা জয় হয়নি। কী কারণ? ২৬ বছর পর দিল্লিতে বিজেপির জয়ে আরএসএস-র ভূমিকা কী? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: দিল্লিতে আসল খেলা খেলল RSS, মঞ্চে উঠে প্রাইজ নিল বিজেপি, গেমপ্ল্যান তাক লাগানোর মতো
দিল্লি নির্বাচনে আরএসএস-র ভূমিকা কী?

Feb 08, 2025 | 7:34 PM

কলকাতা: মাঝে ২৬ বছর। ১৯৯৮ সালের নভেম্বরে দিল্লির মসনদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল বিজেপি। তারপর এই ২৬ বছরে দেশে নানা রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। আম আদমি পার্টির আত্মপ্রকাশ। দিল্লিতে ক্ষমতা দখল। বাংলায় তৃণমূল কংগ্রেসের উত্থান। বিজেপিও এই ২৬ বছরে নানা রাজ্যে ক্ষমতা দখল করেছে। ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায়ও রয়েছে তারা। কিন্তু, ১৯৯৮ সালের পর দিল্লির মসনদে এতদিন ফেরা হয়নি তাদের। গেরুয়া শিবিরের ২৬ বছর লাগল দিল্লিতে ফের ক্ষমতা দখল করতে। আর দিল্লির মসনদে বিজেপি ফিরতেই কাটাছেঁড়া শুরু হয়েছে, এই জয়ের কারণ কী? কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তুলে ধরছেন। কেউ আপের দুর্নীতির কথা বলছেন। আর এইসবের মধ্যে বিজেপির এই জয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অবদান নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপির এই জয়ের পিছনে কীভাবে কাজ করে গিয়েছে তারা? ২০১৫ ও ২০২০ সালে আপের প্রভাব- ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন