
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে পাক জঙ্গিদের বিরুদ্ধে ৭-মে মধ্যরাত থেকে ভারতের সশস্ত্র বাহিনী শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাল্টা জবাব দিতে ৯ ও ১০ মে ভারতের সেনাঘাঁটিতে হামলার চেষ্টা করে পাক সেনা। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স গ্রিডের কারণে একটাও পাক ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র বা ড্রোন- ভারতের কোনও মিলিটারি বেস-এ দাঁত ফোটাতে পারেনি। খোদ ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন বা ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই একথা স্পষ্ট করেন। পাক বিমান হামলার মুখে ভারতের অন্তত ১৫টি শহরকে বাঁচাতে রাশিয়ার কাছ থেকে কেনা ‘এস-৪০০ সুদর্শন চক্র’ ঢাল হয়ে দাঁড়িয়েছিল । ১৯৯০-তে নির্মিত রাশিয়ার আলমাজ আনটের নির্মিত এই মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম (SAM) ২০০৭ থেকেই যুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের পর খোদ মস্কো-ও তাদের ডিফেন্স সিস্টেমের জোরদার প্রচারে নেমেছে। সম্প্রতি রেড স্কোয়ারে অনুষ্ঠিত হয়ে যাওয়া ৮০-তম মস্কো ভিকট্রি ডে সেনা...