
প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। PTI

লন্ডনে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। ইন্ডিয়া হাউসে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। PTI

দেশের বিভিন্ন জায়গায় নাচে-গানে স্বাধীনতা দিসব উদযাপন করে শিশুরা। স্কুলে স্কুলে হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। মান্ডিতে নৃত্য পরিবেশন করছে শিশুরা। PTI

কাশ্মীরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ৩০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পথে নামে। সেই পতাকা নিয়ে এগিয়ে চলেছেন কাশ্মীরের মহিলারা। PTI

আকাশে ওড়ানো হচ্ছে তেরঙা প্যারাসুট। বেঙ্গালুরুর একটি ছবি।- PTI

আরও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের ছবি। গুরুগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নৃত্য পরিবেশন হয়। PTI