India-Pakistan: ‘২০,০০০ ভারতীয়ের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়’, পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিল ভারত

Indus Water Treaty: ভারতের প্রতিনিধি বলেন, "ভারত সবসময় দায়িত্বশীল আচরণ করেছে। ৬৫ বছর আগে ভারত বিশ্বাস করে সিন্ধু জলচুক্তি করেছিল। চুক্তির প্রস্তাবনাতেই বলা ছিল বন্ধুত্বের ভরসাতেই চুক্তি হয়েছিল।"

India-Pakistan: ২০,০০০ ভারতীয়ের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়, পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিল ভারত
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি।Image Credit source: PTI

|

May 24, 2025 | 5:12 PM

নিউ ইয়র্ক: ভারতের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে পাকিস্তান। বিশেষ করে সিন্ধু জল চুক্তি নিয়ে ভুয়ো তথ্য রটাচ্ছে। এবার রাষ্ট্রপুঞ্জের মঞ্চেই পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ জানালেন যে জঙ্গি হানায় ২০ হাজার ভারতীয়ের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের সভায় পাকিস্তানের প্রতিনিধি সিন্ধু জলচুক্তি স্থগিত করার বিষয়টি তুলে ধরেন এবং বলেন, “জল জীবন, এটা কোনও যুদ্ধের অস্ত্র নয়”। এর জবাবেই ভারতের প্রতিনিধি পি হরিশ বলেন যে বিশ্বে সন্ত্রাসবাদের মূলকেন্দ্র পাকিস্তান। যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে, ততক্ষণ সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে।

পাকিস্তানকে কড়া জবাব দিয়ে ভারতের প্রতিনিধি বলেন, “ভারত সবসময় দায়িত্বশীল আচরণ করেছে। ৬৫ বছর আগে ভারত বিশ্বাস করে সিন্ধু জলচুক্তি করেছিল। চুক্তির প্রস্তাবনাতেই বলা ছিল বন্ধুত্বের ভরসাতেই চুক্তি হয়েছিল। সাড়ে ৬ দশক পরে, পাকিস্তান সেই বিশ্বাস ধ্বংস করেছে তিনটি যুদ্ধ ও ভারতের উপরে হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়ে।”

ভারতের প্রতিনিধি পি হরিশ রাষ্ট্রপুঞ্জের সামনে তথ্য তুলে ধরেন যে বিগত ৪ দশকে সন্ত্রাসবাদী হামলায় ২০ হাজার ভারতীয়ের মৃত্য়ু হয়েছে। তারপরও ভারত ধৈর্য্য ও মহানুভবতা দেখিয়েছে। পাকিস্তানের মদতে ভারতে সন্ত্রাসবাদী হামলায় সাধারণ মানুষের যেমন প্রাণহানি হয়েছে, তেমনই ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, “দ্বিতীয়ত, এই ৬৫ বছরে একাধিক মৌলিক পরিবর্তন এসেছে, শুধুমাত্র নিরাপত্তা নিয়ে নয়, একইসঙ্গে ক্লিন এনার্জি, জলবায়ু পরিবর্তন ও ভৌগলিক পরিবর্তন হয়েছে। বাঁধের পরিকাঠামোর প্রযুক্তি জলের ব্যবহার ও কাজের নিরাপত্তা ও দক্ষতার জন্য পরিবর্তিত করা হয়েছে। কিন্তু পাকিস্তান বারবার পরিকাঠামোর পরিবর্তনে বাধা দিয়েছে।”

ভারতের প্রতিনিধি জানান যে ২০১২ সালে জঙ্গিরা জম্মু-কাশ্মীরের তুলবুল নেভিগেশন প্রজেক্টেও হামলা চালিয়েছিল। পাকিস্তানকে সিন্ধু জলচুক্তি ও তার পরিবর্তন নিয়ে একাধিকবার আলোচনার আহ্বান জানালেও, পাকিস্তান বারবার সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। সেই কারণে ভারত নিজের অধিকারের পূর্ণ ব্যবহারও করায় বাধা সৃষ্টি হচ্ছে।

পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করে দিয়ে তিনি শেষে বলেন, “পাকিস্তান যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে না, ততক্ষণ সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে।”