ভোররাতে ‘ফতেহ’ করার ধান্দায় ছিল পাকিস্তান, আকাশেই গুঁড়িয়ে দিল ভারতের ‘আয়রন ডোম’, জানুন এর ক্ষমতা

India-Pakistan Tension: বারাক-৮ পাল্লা ৭০-১০০ কিলোমিটার। অর্থাৎ একবারে এই মিসাইল ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

ভোররাতে ফতেহ করার ধান্দায় ছিল পাকিস্তান, আকাশেই গুঁড়িয়ে দিল ভারতের আয়রন ডোম, জানুন এর ক্ষমতা
বারাক-৮।Image Credit source: TV9 ভারতবর্ষ

|

May 10, 2025 | 5:31 PM

নয়া দিল্লি: স্বভাব বদলায় না পাকিস্তানের। ভারতের উপরে লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারত এই হামলা প্রতিহত করছে। আজ, ১০ মে ভোরেই পাকিস্তান মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের উপরে হামলা চালানোর চেষ্টা করেছে। পাকিস্তান ফতেহ-১ মিসাইল দিয়ে উধমপুর ঘাঁটিতে নিক্ষেপ করার চেষ্টা করেছিল। ভারতের বারাক-৮ মিসাইল পাকিস্তানের ক্ষেপণাস্ত্রকে আটকে দিয়েছে। দুই দেশের এই মিসাইলের ক্ষমতা কতটা জানেন?

প্রথমে যদি ভারতের মিসাইল বারাক-৮ এর কথা বলা যাক। হিব্রুতে বারাক শব্দের অর্থ ‘বজ্রপাত’। ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI) মাটি থেকে আকাশে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তারাই এই  নাম দিয়েছে। ভারত ও ইজরায়েলের চুক্তিতে ডিআরডিওর সহযোগিতায় এই মিসাইল এখন ভারতের হাতেও।

বারাক-৮ পাল্লা ৭০-১০০ কিলোমিটার। অর্থাৎ একবারে এই মিসাইল ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বারাক-৮ হল ভারত-ইজরায়েলের যৌথভাবে তৈরি ক্ষেপণাস্ত্র (SAM) ব্যবস্থা, যা বিমান, হেলিকপ্টার, জাহাজ, ইউএভি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সহ যেকোনও ধরনের বিপদ রুখতে সক্ষম।

বারাক-৮ এর বিশেষত্ব হল, এটি অনেক দূরত্বে আঘাত হানতে পারে। এটি ডেটা লিঙ্ক (জিপিএস এস ব্যান্ড) অ্যাকটিভ র‌্যাডার সিকার মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি ৩৬০ ডিগ্রি কভারেজ দেয়। সোজাসুজি উৎক্ষেপণ ক্ষমতাও রয়েছে।

ভারতের এই মিসাইলের আরেকটি বিশেষত্ব হল এটি একসঙ্গে একাধিক কাজ করতে পারে। বারাক-৮ এর দৈর্ঘ্য প্রায় ৪.৫ মিটার। চওড়া ০.২২৫ মিটার। এর ওজন ২৭৫ কেজি। ৬০ কেজি ওজনের ওয়ারহেডও রয়েছে। এই ওয়ারহেডটি খুব কাছে গেলেই বিস্ফোরণ হয়। এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ ৭০ কিলোমিটার, যা  ১০০ কিলোমিটার পর্যন্তও পৌঁছয়।

বারাক-৮-এ থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল (টিভিসি) সহ ডুয়াল পালস রকেট মোটর রয়েছে। এই মিসাইলে শত্রুকে ট্র্যাক করার জন্য সক্রিয় রাডার সিকার রয়েছে।