স্বস্তির খবর! ভারতীয়দের ফেরাতে কাবুল থেকে প্রতিদিন ওড়ানো যাবে দুটি বিমান

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 22, 2021 | 6:59 AM

শনিবারই ৮৫ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান উড়ে এসেছে কাবুল বিমানবন্দর থেকে। এখনও আটকে রয়েছে শতাধিক ভারতীয়।

স্বস্তির খবর! ভারতীয়দের ফেরাতে কাবুল থেকে প্রতিদিন ওড়ানো যাবে দুটি বিমান
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: কার্যত গোটা আফগানিস্তান (Afghanistan) চলে গিয়েছে তালিবানের (Taliban) দখলে। আর ভারতের কাছে প্রথম লক্ষ্য হল আফগানিস্তানের মাটিতে আটকে থাকা ভারতীয়দের ফেরানো। ইতিমধ্যেই শতাধিক ভারতীয়কে উড়িয়ে নিয়ে এষেছে বায়ুসেনার পণ্যবাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globemaster), এখনও আটকে রয়েছেন অনেকে। শুধু তাই নয়, আফগান শিখ ও হিন্দুদেরও ভারতে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতিতে ভারতের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল মার্কিন সেনা (US Army)। আপাতত কাবুল বিমানবন্দরের (Kabul Airport) দায়িত্বে থাকা মার্কিন সেনা অনুমতি দিয়েছে যাতে প্রত্যেকদিন ভারতীয়দের দেশে ফেরাতে দুটি করে বিমান ওড়ানো যায়। এর ফলে অনেক দ্রুত ভারতীয়দের ফেরানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয়দের দেশে ফেরাতে মোট তিনটি রুট ব্যবহার করা হচ্ছে। দুশানবে, তাজিকিস্তান, কাতার এই তিন পথে ভারতীয়দের নিয়ে আসছে বিমানগুলি। জানা গিয়েছে, গতকালই ৮৫জনকে নিয়ে ভারতের দিকে রওনা হয়েছে একটি বিমান। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে ১২০ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান এসেছে ভারতে। ভারতীয়দের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় তার জন্য বিদেশ মন্ত্রকের তরফে কাবুল বিমানবনন্দরের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বলে সূত্রের খবর। আপাতত গোটা দেশে তালিবান দখল নিলেও হামিদ কারজাই এয়ারপোর্ট তথা কাবুল বিমানবন্দররে দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনী।

ইতিমধ্যেই উদ্ধারকাজ ত্বরান্বিত করতে আফগানিস্তানে পাঠানো সেনার সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত যে ডেডলাইন স্থির করা হয়েছে, প্রয়োজনে তার থেকে বেশি সময় রাখা হবে সেনাবাহিনীকে।কিছুদিন আগেই বাইডেন জানান, আফগানিস্তানে আমেরিকার দূতাবাসের কর্মীদের সরিয়ে আনার পাশাপাশি সেনাকে সাহায্য করার জন্য সে দেশের নাগরিকদেরও নিরাপদে সরিয়ে আনার কাজ চলবে। ‘আমেরিকার কর্মীদের বা আমাদের এই উদ্ধারকাজে বাধা দিলে তার দ্রুত জবাব দেবে মার্কিন সেনা।’ এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পেন্টাগনের হিসেব অনুযায়ী, প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষকে আফগানিস্তান থেকে সরানোর কাজ করবে আমেরিকা।

গতকাল উদ্ধারকাজ চালানোর সময় খবর আসে  কাবুল বিমানবন্দরের সামনে গ্যারেজ থেকে ১৫০জনকে বন্দি করেছেছে তালিবান। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন আফগান নাগরিক ও শিখ আফগান থাকলেও অধিকাংশই ছিলেন ভারতীয়। আচমকাই তাঁদের গাড়ি যাওয়ার সময় সেখানে বেশ কিছু তালিবান হাজির হয়। তাদের হাতে কোনও অস্ত্র ছিল না, তারা অন্য গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দেয়। গাড়ির দরজা খোলা হলেই ভিতরে উপস্থিত পুরুষদের মারধর করা হয় ও গাড়িটি নিয়ে কাবুলের তারাখিলের দিকে নিয়ে যাওয়া হয়। পরে তালিবানদের হাত থেকে মুক্তি পান ভারতীয়রা। জানা গিয়েছে, পাসপোর্ট যাচাই করার পর ১৫০ জন বন্দিকেই মুক্তি দিয়েছে তালিবানরা। আরও পড়ুন: যমের থেকেও বেশি ভয় পায় তালিবানরা, কাবুলের নিরাপত্তার ভার সেই হাক্কানির হাতে! এরা কারা?

Next Article