Operation Sindoor: ঢিল ছোড়া দূরত্বে করাচি, পাক ঘাঁটিতে পরপর ক্ষেপণাস্ত্র ফেলেছিল ভারত

India Pakistan Tensions: রবিবার সন্ধেয় সেনার ডাকা সাংবাদিক বৈঠকে ডিরেক্টর জেনারেল অব নভাল অপারেশন এ এন প্রমোদ জানান, এমন কোনও হামলা চালায়নি নৌসেনা। তবে হামলার জন্য যে তারা প্রস্তুত ছিল না, এমনটাও নয়।

Operation Sindoor: ঢিল ছোড়া দূরত্বে করাচি, পাক ঘাঁটিতে পরপর ক্ষেপণাস্ত্র ফেলেছিল ভারত
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

May 12, 2025 | 5:04 PM

নয়াদিল্লি: সত্যিই কি হামলা হয়েছিল করাচিতে? প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি ভারত ‘জ্বালিয়ে’ দেওয়ার পর থেকেই দেশের অলিতেগলিতে ছড়িয়ে পড়েছিল এই প্রশ্নটা। কেউ কেউ হাওয়ায় কথা ছুড়ে বলেও দিচ্ছিলেন করাচিতে ভয়াবহ আক্রমণ শানিয়েছে নৌসেনা। কিন্তু পরে জানা যায়, তা ভুয়ো তথ্য।

এমনকি, রবিবার সন্ধেয় সেনার ডাকা সাংবাদিক বৈঠকে ডিরেক্টর জেনারেল অব নভাল অপারেশন এ এন প্রমোদ জানান, এমন কোনও হামলা চালায়নি নৌসেনা। তবে হামলার জন্য যে তারা প্রস্তুত ছিল না, এমনটাও নয়। তিনি আরও জানিয়েছিলেন, ‘ভারতীয় নৌসেনা আরব সাগরে সংঘর্ষের জন্য সর্বক্ষণ প্রস্তুত ছিল। পহেলগাঁওয়ের ঘটনার পর পরই আরব সাগরে একাধিক যুদ্ধতরী নামিয়ে দেওয়া হয় নৌসেনার তরফে। এই সময়কালে আমরা আমাদের প্রস্তুতি দেখাতে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছিলাম। পাশাপাশি করাচি-সহ যে কোনও এলাকাও হামলার জন্যও আমরা প্রস্তুত ছিলাম।’

তবে কি সত্যিই হামলা হয়নি করাচিতে? না, নৌসেনা হামলা চালায়নি। চালিয়েছে বায়ুসেনা। সরাসরি করাচিতে না, তার অদূরে প্রত্যাঘাত এনে ভারতীয় সেনা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল, চাইলে করাচিতেও হামলা করতে পারে তারা।

করাচির অদূরে কোথায় হামলা চালায় বায়ুসেনা? সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV তাদের একটি প্রতিবেদনে লিখেছে, ভারতীয় সেনা যে করাচির অদূরে আকাশপথে প্রত্যাঘাত তা ইঙ্গিতে বুঝিয়ে দেয়। বৈঠকে উপস্থিত এয়ার মার্শাল একে ভারতী বলেন, ‘পাকিস্তানের হামলার ভিত্তিতে ভারতে সুপরিমিত প্রত্যাঘাত চালিয়েছে। হামলা চালানো হয়েছে তাদের মালির ক্যান্টনমেন্টেও।’ বলে রাখা ভাল, এই মালির ক্যান্টনমেন্ট পাকিস্তানের করাচি থেকে ৩৫ কিলোমিটার দূরেই অবস্থিত। অর্থাৎ ভারত কিন্তু চাইলেই ধ্বংস করে দিতে পারত তাদের করাচি সেনাঘাঁটিগুলিকে।