India Mobile Congress 2024: যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ডিজিটাল ইন্ডিয়া অভিযান: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

India Mobile Congress 2024: বৃহস্পতিবার (১৯ জুলাই) দিল্লিতে আয়োজন করা হয়েছিল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী এক দূরদর্শী নেতা। তিনি যে ডিজিটাল ইন্ডিয়া অভিযান শুরু করেছেন, তার ফলে যুব সম্প্রদায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

India Mobile Congress 2024: যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ডিজিটাল ইন্ডিয়া অভিযান: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 19, 2024 | 12:43 PM

নয়া দিল্লি: বৃহস্পতিবার (১৯ জুলাই) দিল্লিতে আয়োজন করা হয়েছিল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ বিভাগের মুখ্য সচিব এবং এই খাতের অনেক শিল্পপতিরাও। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের থিম চালু করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তারপর বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী এক দূরদর্শী নেতা। তিনি যে ডিজিটাল ইন্ডিয়া অভিযান শুরু করেছেন, তার ফলে যুব সম্প্রদায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখেই তিনি এই কথা বলছেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেন, প্রযুক্তি ক্ষেত্রে আজ তরুণরা খুব ভাল কাজ করছে। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে প্রযুক্তির ব্যবহার। যোগাযোগ ও প্রযুক্তির ক্ষেত্রে অনেক তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। যোগাযোগ ও নেটওয়ার্ক সম্পর্কিত শিক্ষার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে জানা তিনি। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আগামী দিনে টেলিযোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। নতুন সংস্কারও আনা হবে বলে জানান তিনি।

অদূর ভবিষ্যতে ভারত এক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হবে বলে দাবি করেন তিনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও জানান, গত এক দশক ধরেই এই লক্ষ্যে পদক্ষেপ করেছে সরকার। তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অংশ হিসাবে, বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে প্রতিযোগিতা করার মতো জায়গায় পৌঁছাচ্ছে ভারত। আগামী দিনে প্রযুক্তি ক্ষেত্রে ভারত নেতা হয়ে উঠতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, এর জন্য নতুন নীতি তৈরি করা হচ্ছে। শিগগিরই ভারতে ব্যাপকভাবে ৫জি পরিষেবা পাওয়া যাবে বলে জানান তিনি। আরও জানান, অন্যান্য দেশেও ৫জি নেটওয়ার্ক রফতানি করতে চলেছে ভারত। টেলিযোগাযোগকে একটি টেকসই শিল্প হিসেবে তৈরি করতেই এই ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।