AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Firing: পাকিস্তানের বেয়াদপি কমছেই না! রাতভর নিয়ন্ত্রণ রেখায় চালাল গুলি, পাল্টা জবাব দিচ্ছে সেনাও

India-Pakistan: সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারতে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে চুপ করে নেই সেনাবাহিনীও।

India-Pakistan Firing: পাকিস্তানের বেয়াদপি কমছেই না! রাতভর নিয়ন্ত্রণ রেখায় চালাল গুলি, পাল্টা জবাব দিচ্ছে সেনাও
জম্মু-কাশ্মীরে উত্তেজনা।Image Credit: PTI
| Updated on: Apr 25, 2025 | 7:52 AM
Share

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের জঙ্গি হানার পরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। কিন্তু বেয়াদপি কমছে না পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান পোস্ট থেকে চলল গুলি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারতে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে চুপ করে নেই সেনাবাহিনীও। গুলির জবাব গুলি দিয়েই দিয়েছে সেনাবাহিনী।

পহেলগাঁও হামলার তিনদিন পরে যখন উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি, তখনই ভারতের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে পাকিস্তান। ভারতে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতভর পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি রয়েছে, সেখান থেকেই গুলি চালানো হয়েছে।

ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানকে। গুলির লড়াইয়ে ভারতের দিকে কোনও হতাহতের খবর মেলেনি। পাকিস্তানে কোনও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

পহেলগাঁওতে জঙ্গি হানার পর যখন দুই দেশেই হাই অ্যালার্ট জারি করা, সেই সময়ে পাকিস্তানের এই কাণ্ড ভারতকে উসকানি বলেই বলে করছেন কূটনীতিকরা।

তবে সীমান্তে এই ঘটনা নতুন নয়। এর আগেও বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত ফেব্রুয়ারি মাসেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা। সেই সংঘর্ষেও কোনও প্রাণহানি হয়নি।