India Pakistan tension: অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স

India Pakistan tension: ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। আকাশে ধ্বংস করা হয়েছে ড্রোনগুলি।

India Pakistan tension: অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স
লাগাতর ড্রোন হামলাImage Credit source: TV9 Network

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2025 | 12:30 AM

পঞ্জাব: অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে  চলছে। তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি। আকাশে ধ্বংস করা হয়েছে ড্রোনগুলি।

ঠিক বৃহস্পতিবারের কায়দা। সন্ধ্যা আটটার পর থেকে একই কায়দায় ড্রোন মিসাইল হামলা শুরু করে পাকিস্তান। জম্মু, জয়সলমীর, পাঠানকোটে সাইরেন বাজতে শুরু করে। হয়ে যায় সম্পূর্ণ ব্ল্যাকআউট।

এরপর পাঠানকোট বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়। তা ব্যর্থ করে ভারত। জয়সলমীরে হতে থাকে পরপর  ৪টি ড্রোন হামলা। সব কটি ড্রোন টেনে নামায় ভারত। তারই মাধে রাত ৯টার আশপাশে অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা হয়। তাও ব্যর্থ করে ভারতীয় এয়ার ডিফেন্স। পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয় আকাশেই। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, অমৃতসরের বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি।

জম্মুতে লাগাতর হামলা চালাচ্ছে পাকিস্তান। সেনা ঘাঁটি লক্ষ্য চলছে হামলা। লাগাতর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। সব হামলা নিষ্ক্রিয় করেছে ভারতীয় এয়ার ডিফেন্স।