
নয়া দিল্লি: তপ্ত সীমান্ত। কার্যত যুদ্ধ আবহ তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। পরিস্থিতি যে কোনও মুহূর্তেই খারাপ হতে পারে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হামলার সতর্কতায় ঘনঘন বাজছে সাইরেন। আপনি বা আপনার প্রিয়জন যদি এমন কোনও জায়গায় থাকেন, যেখানে হামলা হতে পারে, তবে সতর্ক থাকা দরকার। মোবাইলেও থাকে ইমার্জেন্সি অ্যালার্ট। সরকার বা কোনও প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে অনেক সময়ই বিপদ থেকে সতর্ক করতে এই অ্যালার্ট দেওয়া হয়। কীভাবে এই অ্য়ালার্ট পাবেন ফোনে?
শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতি নয়, জঙ্গি হানা থেকে শুরু করে ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা দিতেও এই ইমার্জেন্সি অ্যালার্ট ব্যবহার করা হয়। এই অ্যালার্ট স্পেশাল নেটওয়ার্ক চ্যানেল ব্যবহার করে পাঠানো হয়, মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও অ্যালার্ট পাওয়া যায়।
এই সঙ্কটের সময়ে নিজের ফোনেও ইমার্জেন্সি অ্যালার্ট অন করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোনে এই সুবিধা পাওয়া যায়।
অ্যান্ড্রয়েড ফোন হলে-
আইফোনে প্রথমে সেটিং অ্যাপ খুলতে হবে।
এরপর নোটিফিকেশন স্ক্রলের একদম নিচে গেলে গভর্মেন্ট অ্যালার্ট টগল অন টেস্ট অ্যালার্ট অপশনে ক্লিক করুন।