
অমৃতসর: গতরাতের প্রত্যাঘাত থেকেও শিক্ষা নেয়নি পাকিস্তান? ফের ভারতে হামলার ছক? অমৃতসরে ফের বেজে উঠল সাইরেন। বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের ঘরেই থাকতে বলা হয়েছে।
অমৃতসরে সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে। যেকোনও মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে। সেই সতর্কতাই জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে অমৃতসরের ডিপিআরও বলেন, সকল নাগরিকদের বাড়িতে থাকতে বলা হয়েছে। জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং পর্দা দিয়ে রাখতে বলা হয়েছে। ঘরের লাইটও নিভিয়ে রাখতে বলা হয়েছে।
Punjab | All citizens are requested to stay indoors and away from the windows and keep lights turned off and the window curtains drawn. There is no need to panic, a siren will blow now and we will pass the message again once it is clear. Our armed forces are on the job, and we…
— ANI (@ANI) May 9, 2025
অমৃতসর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাইরেন বাজবে, বিষয়টি স্পষ্ট হলে আপনাদের বার্তা দেওয়া হবে। আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। আপনারা বাড়িতে থেকে ওদের সাহায্য করুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।