India-Pakistan Tension: অমৃতসরে ফের বাজছে সাইরেন, বাড়িতে থাকতে বলা হল বাসিন্দাদের, কী হচ্ছে সেখানে?

India-Pakistan Tension: অমৃতসরে সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে। যেকোনও মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে। সেই সতর্কতাই জারি করা হয়েছে।

India-Pakistan Tension: অমৃতসরে ফের বাজছে সাইরেন, বাড়িতে থাকতে বলা হল বাসিন্দাদের, কী হচ্ছে সেখানে?
থমথমে পরিবেশ।Image Credit source: ANI

|

May 09, 2025 | 7:41 PM

অমৃতসর: গতরাতের প্রত্যাঘাত থেকেও শিক্ষা নেয়নি পাকিস্তান? ফের ভারতে হামলার ছক? অমৃতসরে ফের বেজে উঠল সাইরেন। বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের ঘরেই থাকতে বলা হয়েছে।

অমৃতসরে সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে। যেকোনও মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে। সেই সতর্কতাই জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে অমৃতসরের ডিপিআরও বলেন, সকল নাগরিকদের বাড়িতে থাকতে বলা হয়েছে। জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং পর্দা দিয়ে রাখতে বলা হয়েছে। ঘরের লাইটও নিভিয়ে রাখতে বলা হয়েছে।

অমৃতসর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাইরেন বাজবে, বিষয়টি স্পষ্ট হলে আপনাদের বার্তা দেওয়া হবে। আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। আপনারা বাড়িতে থেকে ওদের সাহায্য করুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।