India-Pakistan war probablity: চোরের মতো হঠাৎ হামলা, পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ BSF জওয়ান

India Pakistan War News: বিএসএফ সূত্রে খবর, এদিন জম্মুর আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গোলাগুলি চালায় পাকিস্তান। সেই সময় সামনে থেকে আধা সেনা নেতৃত্ব দিচ্ছেলেন সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ।

India-Pakistan war probablity: চোরের মতো হঠাৎ হামলা, পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ BSF জওয়ান
সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজImage Credit source: Twitter

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2025 | 9:36 PM

নয়া দিল্লি: বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার পরই ফের নিজেদের ‘আসল রূপে’ ফিরে এল পাকিস্তান। কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলা-গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। পাকিস্তানকে সঙ্গে-সঙ্গে যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। তবে বিএসএফ-এর জম্মু ডিভিশন থেকে জানা যাচ্ছে, পাকিস্তানের গোলায় মৃত্যু হয়েছে এক বিএসএফ আধিকারিকের।

বিএসএফ সূত্রে খবর, এদিন জম্মুর আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গোলাগুলি চালায় পাকিস্তান। সেই সময় সামনে থেকে আধা সেনা নেতৃত্ব দিচ্ছেলেন সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ হন তিনি।

শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিদেশ সচিব বিক্রম মিস্রি জানালেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করা হয়েছে। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা ‘অ্যাকশন’ চালানো হবে না। সমস্ত রকমের সংঘর্ষ থেকে বিরত থাকবে দুই দেশ। ঠিক কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল উধমপুর, আখনুর, নৌসেরা, পুঞ্চ, রাজৌরি, জম্মু, আরএসপুরা সহ একাধিক জায়াগায় গোলা-গুলি চালাতে শুরু করে। এরপর দ্রুত রাজস্থান-গুজরাট সহ একাধিক জায়গায় ফের সাইরেন বাজাতে শুরু করে। জয়সালমের, বারমের, পাঠানকোট সহ একাধিক জায়গা সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে।

প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ার তথ্যের ভিত্তিতে লেখা। এইসব তথ্যের সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তথ্যটি শুধু পাঠককে অবগত করতে তুলে ধরা হল। এর দায় কর্তৃপক্ষের নয়।