নয়া দিল্লি: মাসের শুরুতে যতটা উদ্বেগ বাড়িয়েছিল উর্ধ্বমুখী করোনা সংক্রমণ(COVID-19), মাসের শেষভাগে প্রবেশ করে তা ধীরে ধীরে ফের কমতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ২.৭ শতাংশ কম। তবে সংক্রমণের হার (Positivity Rate) ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকালের হার ১৭.২২ শতাংশের তুলনায় আজ তা ১৭.৭৮ শতাংশে বেড়ে দাড়িয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯২ লক্ষে। অন্যদিকে, দেশে একদিনেই মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ -এ।