India’s Daily COVID-19 Update: ৩ লক্ষের গণ্ডিতে থাকলেও কমছে সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হারই!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 24, 2022 | 11:26 AM

India's Daily COVID-19 Update: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লক্ষে বেড়ে দাঁড়াল।

Indias Daily COVID-19 Update: ৩ লক্ষের গণ্ডিতে থাকলেও কমছে সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হারই!
ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: টানা পাঁচদিন ধরে তিন লাখের গণ্ডি পার করছে দেশের দৈনিক সংক্রমণ। তবে বিগত তিনদিন ধরেই আগেরদিনের তুলনায় সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকায় কিছুটা স্বস্তি মিলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লক্ষে বেড়ে দাঁড়াল।

এক ধাক্কায় ৮ শতাংশ কমল দৈনিক সংক্রমণ:

গতকালই দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি। এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ৮.২ শতাংশ কম। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩২৮-এ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ৬০ শতাংশই আংশিক টিকাপ্রাপ্ত বা টিকাহীন ছিলেন।

উর্ধ্বমুখী সংক্রমণের হার:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫। দেশের মোট আক্রান্তের মধ্য়ে ৫.৬৯ শতাংশই সক্রিয় রোগী। অন্যদিকে দেশে এক ধাক্কায় বেশ কিছুটা বেড়েছে সংক্রমণের হার। গতকাল যেখানে সংক্রমণের হার ১৭.৭৮ শতাংশ ছিল, তা আজ বেড়ে দাঁড়িয়েছে ২০.৭৫ শতাংশে। অন্যদিকে, সাপ্তাহিক সংক্রমণের হার এখনও ১৭ .০৩ শতাংশেই রয়েছে। দেশের সুস্থতার আরও কিছুটা কমে ৯৩.০৭ শতাংশে দাঁড়িয়েছে।

রাজ্য ভিত্তিক সংক্রমণের হাল:

মহারাষ্ট্রে কিছুটা হলেও কমেছে দৈনিক সংক্রমণ। একদিনেই সে রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮০৫ জন। এই নিয়ে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লক্ষ ৭ হাজার ২২৫-এ। মহারাষ্ট্রে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৪ জনের। বাণিজ্যনগরী মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিকে, আজ থেকেই রাজ্যের সমস্ত স্কুল খুলে যাচ্ছে।

রাজধানী দিল্লিতেও অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৯৭ জন, যা গতকালের তুলনায় ১৯ শতাংশ কম। বর্তমানে দিল্লিতে সংক্রমণের হার ১৩.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কর্নাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ২১০। এই নিয়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্য়া ৩ লক্ষ ৫৭ হাজারে বেড়ে দাঁড়িয়েছে। তামিলনাড়ুতে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৮০ জন।  উত্তরাখণ্ডেও সংক্রমণ বাড়ায় ৩১ জানুয়ারি অবধি বিধিনিষেধ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: COVID-19 Spread in Parliament: একসঙ্গে করোনা আক্রান্ত প্রায় ৯০০ সংসদ কর্মী, প্রশ্নের মুখে বাজেট অধিবেশন 

Next Article
Minister’s Son Beaten up for Firing: কচিকাঁচাদের ক্রিকেট থামাতে গুলি চালাল মন্ত্রীর ছেলে! রাগে গ্রামবাসীরা করল এই হাল…দেখুন ভিডিয়ো
Corona, Omicron Cases West Bengal Live: সংসদের ৮৭৫ জন কর্মী করোনা আক্রান্ত, বাজেট পেশে কার্যকর নয়া প্রোটোকল