e পাঁচ মাসে সর্বোচ্চ সংক্রমণ, একদিনেই করোনার কোপে ৬২ হাজার - Bengali News | India seen the biggest spike over 5months with 62 thousand new covid 19 cases recorded in last 24 hours - TV9 Bangla News

পাঁচ মাসে সর্বোচ্চ সংক্রমণ, একদিনেই করোনার কোপে ৬২ হাজার

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকালই নাইট কার্ফু(Night Curfew) জারি হয়েছে মহারাষ্ট্রে(Maharashtra)। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছে ৩৭ হাজারেরও বেশি মানুষ। গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজার ২৫৮ জন।

পাঁচ মাসে সর্বোচ্চ সংক্রমণ, একদিনেই করোনার কোপে ৬২ হাজার
জম্মু রেলস্টেশনে করেনা পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের। ছবি:PTI

|

Mar 27, 2021 | 10:51 AM

নয়া দিল্লি: দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের হারে ফের নতুন রেকর্ড তৈরি হল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন। মৃত্যু হয়েছে ২৯১ জনের।

বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারেরও বেশি ছিল। বিগত কয়েকদিনেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও গণ্ডি পার করেছে। এদিন তা পার করল ৬০ হাজারের গণ্ডিও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০।

আরও পড়ুন: ‘রোহিঙ্গাদের রাজধানী হতে পারে না ভারত’, সুপ্রিম কোর্টে কেন্দ্রের ক্ষোভ

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মোট ২৯১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট ১ লাখ ৬১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তবে এ দিন সুস্থতার হারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৩৮৬ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৬২৭। এখনও অবধি দেশে মোট ৫ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন।

মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের গণ্ডি পার করতেই গতকালই রাজ্য প্রশাসনের তরফে গোটা রাজ্য জুড়ে নাইট কার্ফু জারি হয়েছে। রাত আটটার পর শপিং মলও খোলা রাখা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। রাজ্যের বাসিন্দারা যদি সতর্ক না হন, আগামী ২ এপ্রিলের মধ্যে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।

আরও পড়ুন: Assam Election 2021 phase 1 voting Live: অসমেও শুরু প্রথম দফার নির্বাচন, ভোট দিতে আবেদন মোদী-নাড্ডার