India Pakistan Tensions: কোনওটার ছাদ ‘ফুটো’, কোনওটা গিয়েছে গুঁড়িয়ে! ভারতের প্রত্যাঘাতে কতটা চাপে পাক সেনা?

Operation Sindoor: ভারত তাদের সেনা বা নাগরিকের কোনও ক্ষতি করতে চায়নি। চেয়েছে সীমান্তে বসে থাকা জঙ্গিদের শেষ করতে। যা করেছেও। কিন্তু তার পাল্টা ভারতে হামলা চালিয়েছে পাক সেনা।

India Pakistan Tensions: কোনওটার ছাদ ফুটো, কোনওটা গিয়েছে গুঁড়িয়ে! ভারতের প্রত্যাঘাতে কতটা চাপে পাক সেনা?
পাকিস্তানে হামলাImage Credit source: X

|

May 11, 2025 | 9:03 PM

নয়াদিল্লি: আঘাত-প্রত্যাঘাত। ভারতের কাছে ‘মার খেয়ে’ জুজু ধরেছে পাকিস্তানের মনে। এদিন ভারতের DGMO রাজীব ঘাই-সহ সাংবাদিক বৈঠকে বসে সেনার বাকি দুই বিভাগের কর্তারাও। সেই বৈঠক থেকেই ফের একবার জানানো হয়, অপারেশন সিঁদুর পাক জঙ্গি দমনে করা হলেও, তার পাল্টা বারবার জবাব দিয়েছে পাকিস্তানি সেনা। ভারত তাদের সেনা বা নাগরিকের কোনও ক্ষতি করতে চায়নি। চেয়েছে সীমান্তে বসে থাকা জঙ্গিদের শেষ করতে। যা করেছেও। কিন্তু তার পাল্টা ভারতে হামলা চালিয়েছে পাক সেনা। যার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি বাধ্য হয়েই উড়িয়ে দিয়েছে ভারত।

শনিবার পাকিস্তানের সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি। পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিতে আকাশপথে হামলা চালানো হয়েছে বলেই জানান তিনি।

কোথায় কোথায় হামলা চলেছে?

ভোলারি বায়ুসেনা ঘাঁটি

শনিবার ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইকে ‘ফুটো’ হয়ে যায় পাক বায়ুসেনা ঘাঁটিতে। ইতিমধ্যেই সেই ঘটনার একাধিক ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যম জুড়ে। একাংশের অনুমান, সম্ভবত ব্রহ্মস মিসাইল দিয়েই হামলা চালানো হয়েছিল এই বায়ুসেনা ঘাঁটিতে।


হামলা চলেছে সারগোধাতেও

সেনা সূত্রে খবর, উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে ইসলামাবাদের চারটি বায়ুসেনা রয়েছে। যার মধ্যে লাহোর সংলগ্ন সারগোধা অন্যতম। পাকিস্তানি সেনাবাহিনীর অন্দরে এই ঘাঁটিটিকে বায়ুসেনার শিরদাঁড়া বলেই আখ্যান দিয়ে থাকেন অনেকে। তাতে শনিবার হামলা চালায় ভারত।


জেকোবাবাদ ঘাঁটি

পাকিস্তানের সিন্ধ প্রদেশ। অর্থাৎ যেখানে বছর বছর ধরে ঘাঁটি গেড়ে বসে রয়েছে লস্কর, জইশদের মতো জঙ্গিরাও। সেখানেই রয়েছে এই পাক বায়ুসেনা ঘাঁটি। যা আপাতত গুঁড়িয়ে দিয়েছে ভারত। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে স্যাটেলাইট ছবি।


নূর খান

শনিবার রাতে সবার আগে এই বায়ুসেনা ঘাঁটিতেই হামলা চালিয়ে বদলা নেয় ভারত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ ISPR বা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল লেফটেনেন্ট আহমেদ চৌধুরী তাদের দেশের সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছিলেন, রাতের অন্ধকার নূর খান বায়ুসেনা ঘাঁটিতে পরপর হামলা চালায় ভারত।


তবে এই চারটি ঘাঁটি ছাড়াও পাক বায়ুসেনার রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটিতে আকাশপথে একই সময় হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা।